1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্ফোরণের শব্দে কাঁপছে শাহপরীর দ্বীপ

১৩ জুন ২০২৪

নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ৷ বিস্ফোরণের বিকট শব্দে গতরাত নির্ঘুম কাটিয়েছেন স্থানীয় মানুষ৷

https://p.dw.com/p/4gziM
ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ (ফাইল ফটো)
মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপছবি: Zabed Hasnain Chowdhury/NurPhoto/picture alliance

আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷

শাহপরীর দ্বীপ ও আশেপাশের এলাকায় নদীর ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে৷ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম বাংলাদেশে ডিডাব্লিউর কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘‘রাতে সীমান্তে প্রচুর বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ কোন এলাকায় এ ঘটনা ঘটছে বলা মুশকিল৷ কিন্তু বিস্ফোরণের এত বিকট শব্দ ছিল যে রাতে ঘুমাতে পারেনি কেউ৷''

দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘‘বিস্ফোরণের বিকট শব্দে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি৷ ঘুমানোর উপায় ছিল না৷ মাঝে মাঝে খুব ভয় পেয়েছি৷'' স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শাহপরীর দ্বীপের অপরদিকে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ আসে৷ তারপর ভোররাত থেকেই বিস্ফোরণের শব্দ শুরু হয়৷

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ফেব্রুয়ারির শুরু থেকেই জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে৷ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের তীব্রতার কারণে জান্তা সৈন্যদের পিছু হটতে হয়েছিল এবং অনেকে বাংলাদেশে পালিয়ে আসে৷ আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা দখল করেছে এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে৷

এপিবি/জেডএইচ (ডেইলি স্টার বাংলা)