1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ বাছাই: জার্মানি ৪ আজারবাইজান ০

৯ সেপ্টেম্বর ২০০৯

এখনও যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করে দিলেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে৷ বুধবার রাতে ক্লোজের দুই গোলে আজারবাইজানকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি৷ এর ফলে বিশ্বকাপ বাছাইয়ে নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখলো জার্মানরা৷

https://p.dw.com/p/JZ7g
মিরোস্লাভ ক্লোজে (ফাইল ফটো)ছবি: AP

বুধবার হ্যানোভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জার্মান কোচ ইওয়াখিম ল্যুভ আক্রমণভাগ সাজিয়েছিলেন এভাবে৷ সামনে লুকাস পোডলস্কি ও মারিও গোমেজ এবং ঠিক একটু পেছনেই মেসুট ওয়েৎসিল৷ প্রথম ১৫ মিনিটে জার্মানরা কেবল আক্রমণ শানিয়ে গেছে আজারবাইজানের সীমানায়৷ ১৩ মিনিটের মাথায় গোমেজের কাছ থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে আজারবাইজানের ডি বক্সে ঢুকে পড়েন পোডলস্কি৷ কিন্তু বিপক্ষের অধিনায়ক সামির আবাসভের ফাউল, এবং সঙ্গে সঙ্গে রেফারির তীক্ষ্ণ বাঁশি৷ পেনাল্টি থেকে গোল করতে কোন সমস্যা হয়নি অধিনায়ক মিশায়েল বালাকের৷ এরপর কেবল আক্রমণই করে গিয়েছে জার্মানি তবে কোন গোল পায়নি প্রথমার্ধে৷ এর মধ্যে ১৬ মিনিটের মাথায় গোমেজের কাছ থেকে নেওয়া শটটি আজারবাইজানের গোলরক্ষক কামরান আগায়েভ যেভাবে ঠেকিয়েছেন তাকে দুর্দান্ত বললেও কম বলা হয়৷ ৩৭ মিনিটের সময় আজারবাইজানের জন্য একটি সুযোগ তৈরি হয়, তবে মাহির শুকুরভের শটটি ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক রেনে আডলার৷

Fußball WM Qualifikation Deutschland - Aserbaidschan
আজারবাইজানের বিরুদ্ধে ম্যাচের একটি মুহুর্তছবি: AP

দ্বিতীয়ার্ধের শুরুতে গোমেজের জায়গায় ক্লোজেকে নামান কোচ ল্যুভ৷ দুই মিনিটের মধ্যে একটি সুযোগ পেলেও তা নষ্ট করেন এই অভিজ্ঞ স্ট্রাইকার৷ ৫০ মিনিটের মাথায় ক্লোজেকে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সামির আবাসভ৷ ১০ জনের আজারবাইজানের বিরুদ্ধে অনেকটা একতরফা ভাবেই খেলে যায় জার্মানি৷ ৫৫ মিনিটের সময় ফিলিপ লামের কাছ থেকে পাওয়া পাসে মাত্র নয় মিটার দূর থেকে জালে বল জড়ান ক্লোজে৷ ৬৬ মিনিটের মাথায় আবার গোল এবারও ক্লোজে৷ এনিয়ে জার্মানির পক্ষে ৪৭টি আন্তর্জাতিক গোল করলেন তিনি৷ পাঁচ মিনিট পর খেলার চতুর্থ গোলটি করেন পোডলস্কি৷ বালাকের কাছ থেকে হেডপাস পাওয়ার পর যে শটটি নেন তা ঠেকানোর সাধ্য ছিল না কামরান আগায়েভের৷

এই জয়ের ফলে চার নম্বর গ্রুপে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি৷ মাত্র এক পয়েন্ট কম নিয়ে পেছনে রয়েছে রাশিয়া৷ বুধবার রাতে তারা ওয়েলসকে হারিয়েছে ২-১ গোলে৷ আগামি ১০ অক্টোবর জার্মানি ও রাশিয়া মুখোমুখি হতে চলেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়