1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল আসরে আট গ্রুপে খেলবে বত্রিশটি দল, ড্র অনুষ্ঠিত

৫ ডিসেম্বর ২০০৯

চার আটে বত্রিশ৷ হ্যাঁ, ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের আসরে বত্রিশটি দল বা দেশ খেলবে আটটি গ্রুপে৷ আগামী ১১ই জুন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সকার সিটিতে উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো৷

https://p.dw.com/p/Kqhp
বিশ্বকাপ ফুটবলের ট্রফি হাতে ফিফা প্রেসিডেন্টছবি: AP

ফুটবল প্রেমিকদের জন্য শুক্রবার ছিল বেশ আগ্রহের একটি দিন৷ কেপটাউনে বেশ উৎসবমুখর এই অনুষ্ঠানে ড্র পরিচালনায় অস্কার জয়ী আফ্রিকীয় অভিনেত্রী শার্লিজ থেরনের সঙ্গে ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম৷ এই অনুষ্ঠানে সামনের সারিতে চূড়ান্ত পর্বের সকল দলের কোচ এবং ম্যানেজাররা ছিলেন উপস্থিত৷ দারুন এক মঞ্চ, লাল নীল আলোর চমক ঝমকের সঙ্গে ড্র একদিকে কোন কোন কোচের ঠোটের কোনায় হাসির চিহ্ন দেখা যাচ্ছিলো৷ আবার কারও কারও দেখা গেল চিন্তার রেখাপাত৷

এবারের এই আসবে গ্রুপ এ তে আছে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে এবং ফ্রান্স৷ গ্রুপ বি তে আছে আর্জেন্টিনা, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া এবং গ্রিস৷ গ্রুপ সি তে আছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আলজেরিয়া এবং স্লোভিনিয়া৷ গ্রুপ ডি তে জার্মানি, অষ্ট্রেলিয়া, সার্বিয়া এবং ঘানা৷ নেদারল্যান্ডস, ডেনমার্ক, জাপান এবং ক্যামেরুন রয়েছে গ্রুপ ই তে৷ গ্রুপ এফ এর সদস্যরা হলো ইটালি, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড এবং স্লোভাকিয়া৷ গ্রুপ জি তে রয়েছে ব্রাজিল, উত্তর কোরিয়া, আইভরি কোষ্ট এবং পর্তুগাল৷ গ্রুপ এইচ এ আছে স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস এবং চিলি৷ জার্মানি প্রথম মুখোমুখি হবে অষ্ট্রেলিয়ার আগামী ১৩ জুন৷ আর এর আগের দিন ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ব্রিটেন৷

সারা বিশ্বের ২৫০ মিলিয়ন মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন সরাসরি এই ড্র অনুষ্ঠান দেখার জন্য৷ ড্র অনুষ্ঠান থেকে বের হয়ে এসেই ব্রাজিলের কোচ ডুঙ্গা তাঁর প্রতিক্রিয়ায় জানালেন, তাদের গ্রুপটি খুব মজার৷ কারণ এখানে তাদের প্রধান প্রতিপক্ষ পর্তুগাল৷ আর পর্তুগালের বর্তমান খেলার ষ্টাইল কিন্তু অন্য রকম৷ বলা যায় আরেকটা ব্রাজিল৷ তিনি হেসে বললেন, এই দুই দলের খেলা হবে অনেকটা ব্রাজিল বনাম ব্রাজিলের৷ তবে উত্তর কোরিয়াকে নিয়ে তাঁর খুব চিন্তা না থাকলেও আইভরি কোষ্টকে নিয়ে তাঁর বেশ চিন্তা রয়েছে৷

আফ্রিকা ফুটবল দলের ম্যানেজার বললেন, তিনি খুব বেশি খুশি নন এই গ্রুপ নিয়ে৷ কিন্তু কি আর করার৷

জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ জানালেন অষ্ট্রেলিয়া, সার্বিয়া এবং ঘানাকে গ্রুপে সঙ্গে পেয়ে তিনি খুশি৷

ড্র অনুষ্ঠানের পর সারা বিশ্বের ক্রিড়ামোদীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে৷ তারা এখন ব্যস্ত নানা অঙ্ক কষার কাজে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই