1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলে জাল টিকিট ঠেকাতে এগিয়ে এলো ফিফা

২৫ সেপ্টেম্বর ২০০৯

আগামী জুনে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ ফুটবল৷ কিন্তু, জনপ্রিয় এই খেলাকে কেন্দ্র করে নানা ধরণের অসাধু কান্ডকারখানা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই৷ আর তা প্রতিরোধেই এগিয়ে এসেছে ফিফা৷

https://p.dw.com/p/JpGd
ফিফা'র প্রেসিডেন্ট সেপ ব্লাটারছবি: AP

আগামী বিশ্বকাপ-কে কেন্দ্র করে বেশ কিছু অসাধু প্রতিষ্ঠান ইন্টারনেটে জাল টিকিটসহ নানা লোভনীয় প্রস্তাব দেওয়া শুরু করে দিয়েছে৷ জানা গেছে, মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলির সমর্থকদের মধ্যে টিকেটের চাহিদা বেড়েই চলেছে দিনকে দিন৷ আর তারই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ইন্টারনেটে জাল টিকেটসহ নানা লোভনীয় প্রস্তাব দানকারী ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যাও৷ তাই মঞ্চে নামতে একরকম বাধ্য হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফাকে৷ এ ব্যাপারে ফিফা নাকি বিশ্বব্যাপী পুলিশের সঙ্গে একযোগে কাজ করাও শুরু করেছে৷

এছাড়া দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আন্তর্জাতিক কর্তৃপক্ষগুলি ছাড়াও, অন্যান্য দেশের সঙ্গে ফিফা'র আইনি সহায়তা বিভাগের একটি বিশেষ দল ইন্টারনেটে সর্বক্ষণ চোখ রাখছে বলে জানা গেছে৷ তাই যখনই কোন ধরনের অবৈধ কর্মকান্ড বা অফারের খোঁজ পাওয়া যাচ্ছে, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে৷ একরকম সঙ্গে সঙ্গেই৷ শুধু তাই নয়, ক্রেতাদের জাল টিকেট ও তার লেনদেনের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা'র টিকিট বিতরণকারী অংশীদার৷ তারা জানিয়েছে, জাল টিকিট নিয়ে কেউ যাতে মাঠে না ঢুকতে পারে, তার জন্য সবরকম ব্যাবস্থা নেবে তারা৷

প্রতিবেদন: দেবারতি গুহ/বিডিনিউজ২৪.কম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক