1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলের মূল পর্যায়ে উত্তর কোরিয়া

১৮ জুন ২০০৯

পরমাণু কর্মসূচিকে ঘিরে বিতর্ক, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে উত্তর কোরিয়া যখন আন্তর্জাতিক স্তরে কার্যত একঘরে হয়ে পড়েছে, সৌদি আরবের সঙ্গে গোলশূণ্য ড্র করে সেদেশ পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্যায়ে৷

https://p.dw.com/p/ISR4
যুদ্ধের দামামা নয়, ফুটবলের দৌড়ে এগিয়ে গেল উত্তর কোরিয়াছবি: AP Graphics

এমন কিছু দেশ রয়েছে, যাদের নাম শুনলেই সঙ্কট, উত্তেজনা, যুদ্ধ, হুমকি – এই সব শব্দই সবার আগে মনে আসে৷ বলাই বাহুল্য, উত্তর কোরিয়া এই মুহূর্তে সেই তালিকার একেবারে শীর্ষ স্তরে রয়েছে৷ কিন্তু এবার একেবারে অন্য এক কারণে দেশটি সংবাদের শিরোনামে এসে পড়েছে৷

বুধবার সৌদি আরবের সঙ্গে গোলশূণ্য ড্র করে দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের মূল পর্যায়ে পৌঁছে গেছে উত্তর কোরিয়ার জাতীয় ফুটবল দল৷ ১৯৬৬ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া এই কৃতিত্ব অর্জন করল৷ ইংল্যান্ডে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় উত্তর কোরিয়া এমনকি কোয়ার্টার ফাইন্যাল পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷

বুধবারের জয়ের ফলে এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে উত্তর কোরিয়াও সরাসরি মূল পর্যায়ে পৌঁছে গেল৷ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেদেশ দুই নম্বর গ্রুপে স্থান পাচ্ছে৷ উল্লেখ্য, ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়াও মূল পর্যায়ে পৌঁছে গেছে৷ অন্যদিকে অস্ট্রেলিয়া ও জাপান থাকছে এক নম্বর গ্রুপে৷ ড্র করলেও সৌদি আরব অবশ্য একটানা পাঁচ বার মূল পর্যায়ে পৌঁছানোর সুযোগ এখনো হারায় নি৷ প্রথমে বাহরাইন এবং তার পর ওশেনিয়া অঞ্চলের বিজয়ী দল নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারলে সৌদি আরব দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের মূল পর্যায়ে পৌঁছতে পারবে৷

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম