1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে এবারও তৃতীয় স্থানে জার্মানি

১১ জুলাই ২০১০

বিশ্বকাপে তৃতীয় জায়গাটা বোধহয় পাকাপোক্ত করে নিল জার্মানি৷ আগের বিশ্বকাপে তৃতীয় ছিল তারা, বিপক্ষ পর্তুগাল৷ এবারও সেই একই জায়গায় জার্মান তরুণরা৷ প্রতিপক্ষ উরুগুয়ে৷

https://p.dw.com/p/OG9m
এই জয়ে কিছুটা হলেও সন্তুষ্ট জার্মান ভক্তরাছবি: AP

উরুগুয়ে শুনে ভাববেন না, বেশ হেসেখেলে বোধহয় জয় পেয়েছে জার্মানি৷ যারা খেলা দেখেছেন, তারা তো জানেনই, কতটা গলদঘর্ম হয়েছে ল্যোভের দল৷

টানটান উত্তেজনা

প্রথমে গোল করেও পিছিয়ে যায় জার্মানি, তারপর আবার গোলের পর গোল, টানটান উত্তেজনা৷ শেষে মধ্যমাঠের সামি খেদিরা উরুগুয়ের কফিনে পেরেক ঠুকে দেয়৷ ফলাফল ৩-২৷ উচ্ছ্বসিত খেদিরা খেলা শেষে জানালেন, ‘আমরা সকলেই আরো অনেক প্রত্যাশা করেছিলাম৷ কিন্তু শেষ কথা হচ্ছে এটাও একটা বিশ্বকাপের খেলা, একটা ছোটখাট ফাইনাল৷ যা আমরা সকলেই জিততে চাই৷’

তিনি বলেন, ‘আমার মনে হয় আজ সকলেই দেখেছে যে, আমরা জয়ের জন্য সব কিছু করেছি৷ নিজেদের উজাড় করে খেলেছি৷’

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Spiel um Platz 3 Deutschland Uruguay
প্রথম গোল করছেন ম্যুলারছবি: AP

সূচনায় ম্যুলার

পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে-তে গোলের সূচনা করেন জার্মান তারকা থমাস ম্যুলার৷ সোয়াইনস্টাইগারের এক দূরপাল্লার শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা৷ সেই বলেই আবার পাল্টা শটে গোল দেন ম্যুলার৷

এরপর অবশ্য খেলার ২৮ মিনিটের মাথায় সমতা আনেন উরুগুয়ের এডিসন কাবানি৷ ৫১ মিনিটে লাতিন আমেরিকার এই দলকে এগিয়ে নেন দিয়েগো ফোরলান৷ তবে সেটা বেশিক্ষণ টেকেনি৷ ৫৬ মিনিটে জার্মানির মধ্যমাঠের সেনা মারসেল ইয়ানসেন গোল দিয়ে বসেন৷ এরপর টানটান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ৷ শেষমেষ ৮২ মিনিটে সামি খেদিরা'র জয়সূচক গোল৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Spiel um Platz 3 Deutschland Uruguay
সামি খেদিরার গোলের পরছবি: picture-alliance/dpa

সন্তুষ্ট ল্যোভ

বিশ্বকাপ জয় না হলেও একেবারে নাখোশ নন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ বরং তরুণ জার্মান টিমের প্রশংসাই করেছেন তিনি৷ খেলা শেষে ল্যোভ এর মন্তব্য, ‘জার্মান দল কেমন খেলেছে তা গোটা টুর্নামেন্টটা দেখলেই বোঝা যায়৷ স্পেনের বিরুদ্ধে গুরুতর হতাশার পরও এই টিম আত্মবিশ্বাস বজায় রেখেছে৷’

তিনি বলেন, ‘আমরা যেভাবে আগ্রাসী খেলেছি এবং ক'টি খেলায় কতগুলো গোল করেছি তা বিবেচনা করলে বলতেই হয় -- এটা খুবই সন্তোষজনক সমাপ্তি৷’

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Spiel um Platz 3 Deutschland Uruguay
জার্মান সমর্থকদের উচ্ছ্বাসছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, রেকর্ডের হাতছানি থাকা সত্ত্বেও ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারেননি মিরোস্লাভ ক্লোজে৷ রোনাল্ডোর ১৫ গোলের রেকর্ড ভাঙা আপাতত আর হলো না তাঁর৷ তবে, শনিবারের ম্যাচ সেরা খেতাবটি পেয়েছেন ম্যুলার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী