1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে

১০ মার্চ ২০১১

আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের ২৬তম ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে৷ আর গতকাল বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ভারত৷

https://p.dw.com/p/10Wiu
ফাইল ফটোছবি: AP

আজকের খেলায় মাঠে নামছে শ্রীলংকা বনাম জিম্বাবোয়ে৷ চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার এটি পঞ্চম ম্যাচ৷ আগের চার ম্যাচে ২ জয়, ১ পরাজয় ও একটি ফলাফলহীন ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট নিয়ে বেশ চাপেই আছে লঙ্কান সিংহরা৷ তাই কোয়ার্টারে উঠতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই গত বিশ্বকাপের ফাইনালিস্টদের৷

অপরদিকে, বিশ্ব ক্রিকেটে ক্রমেই ম্লান হয়ে পড়া জিম্বাবোয়ের এটি চতুর্থ ম্যাচ৷ আগের তিন ম্যাচে মাত্র ১ জয়ে তাদের পয়েন্ট ২৷ আজকের ম্যাচে জিততে পারলে কোয়ার্টারে ওঠার স্বপ্ন টিকে থাকবে তাদেরও৷ তাই জয়ের আশা করছে আফ্রিকার এ দলটিও৷

পাকিস্তানের কাছে পরাজিত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগ করে নেয়া শ্রীলংকা দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, ‘আমাদের মনোযোগ এখনকার ম্যাচের দিকেই৷ কারণ শেষ ম্যাচের ওপর ভরসা রাখতে চাই না৷ ফাইনালে যেতে হলে এবং শিরোপা জয় করতে হলে তোমাকে প্রতিটি ম্যাচের প্রতিপক্ষকেই হারানোর লক্ষ্য রাখতে হবে৷'

ক্যানাডার বিপক্ষে বড় ব্যবধানে জয়ী শ্রীলংকা ব্যাটিং থেকে সংগ্রহ করেছিল ৭ উইকেট ৩৩২ রান৷

ক্রীড়া সাংবাদিকরা জানাচ্ছেন, জেতার আশা নিয়ে আজ দুদলেরই প্রথম একাদশে দু-একটি পরিবর্তন আসতে পারে৷

বলে রাখা ভালো, অতীত পরিসংখ্যানে লঙ্কানদের চেয়ে অনেকটাই পিছিয়ে জিম্বাবোয়ে৷ নিজেদের মধ্যে আগের ৪৬ ম্যাচে লঙ্কানরা জিতেছে ৩৮টিতে, আর জিম্বাবোয়ের জয় মাত্র ৭টিতে৷ আর বিশ্বকাপে তারা পরস্পরের মুখোমুখি হয়েছিল চারবার, যার একটিতেও জিততে পারেনি জিম্বাবোয়ে৷

ভারত জিতলো

গতকাল বুধবার ১৯০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা৷ আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ডাচরা৷ স্কোর: ভারত: ১৯১/৫ (৩৬.৩ ওভার)৷ নেদারল্যান্ডস: ১৮৯/১০ (৪৬.৪ ওভার)৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক