1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর

৯ ডিসেম্বর ২০১২

মিশরের প্রেসিডেন্টের সিদ্ধান্তকে বিচার বিভাগের ঊর্ধ্বে স্থান দিয়ে ২২শে নভেম্বর যে আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি তা থেকে পিছু হটেছেন তিনি৷ তবে খসড়া সংবিধানের উপর গণভোট আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে৷

https://p.dw.com/p/16ylx
Egyptian President Mohammed Morsi is seen during a photo opportunity in his office at the presidential palace in Cairo, Egypt, Saturday, Dec. 8, 2012. Egypt's military said Saturday that serious dialogue is the "best and only" way to overcome the nation's deepening conflict over a disputed draft constitution hurriedly adopted by Islamist allies of President Mohammed Morsi, and recent decrees granting himself near-absolute powers.(Foto:Maya Alleruzzo/AP/dapd)
ছবি: AP

প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলার সুযোগ বন্ধ করে পূর্বঘোষিত আদেশ থেকে সরে এসেছেন মোহাম্মেদ মুরসি৷ ২২শে নভেম্বর তাঁর সেই আদেশ জারির পর থেকেই বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে সমঝোতা আলোচনার ডাক দিয়েছিলেন মুরসি৷ তাঁর আলোচনার ডাকে সাড়া দেননি প্রধান বিরোধী জোটের নেতারা৷ তবে কিছু ছোট ছোট দলের সাথে শনিবার আলোচনায় বসেন মুরসি৷ এই আলোচনা শেষে শনিবার মাঝরাতে নতুন আদেশ জারি করেন মুরসি৷ নতুন আদেশে তিনি ২২শে নভেম্বরের আদেশে থাকা বেশ কিছু বিষয় সংশোধন করেছেন৷ বিশেষ করে বিরোধীদের আপত্তি ছিল যেসব বিষয়ে সেগুলোতেই সংশোধন করা হয়েছে৷ এছাড়া নতুন আদেশে বলা হয়েছে, বর্তমান সংবিধানের খসড়া গণভোটে প্রত্যাখ্যাত হলে নতুন করে খসড়া তৈরি করতে একটি পরিষদ গঠন করা হবে৷

তবে শনিবারের আলোচনার পরও ১৫ই ডিসেম্বরের গণভোট আয়োজনের ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে মুরসি প্রশাসন৷ আলোচনায় অংশগ্রহণকারী দলগুলোর মুখপাত্র মোহামেদ সেলিম আল-আওয়া বলেন, বৈঠকে গণভোট স্থগিত করার বিষয়ে আলোচনা হলেও এক্ষেত্রে আইনি বাধা থাকায় আগামী শনিবারই গণভোট আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে৷ তাদের দাবি, স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পূর্ণতার জন্য নির্ধারিত সময়েই গণভোট আয়োজন করা জরুরি৷

Protesters against Egypt's President Mohamed Mursi surround an army tank after breaking past barbed wire barricades guarding the presidential palace in Cairo December 7, 2012. Tens of thousands of Egyptian protesters surged around the presidential palace on Friday and the opposition rejected Mursi's call for dialogue to end a crisis that has polarised the nation and sparked deadly clashes. REUTERS/Mohamed Abd El Ghany (EGYPT - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY)
প্রেসিডেন্ট মুরসি তাঁর পূর্বের আদেশ থেকে সরে আসলেও উদারপন্থী প্রধান বিরোধী জোট তাতে সন্তুষ্ট নয়ছবি: Reuters

প্রেসিডেন্ট মুরসি তাঁর পূর্বের আদেশ থেকে সরে আসলেও উদারপন্থী প্রধান বিরোধী জোট তাতে সন্তুষ্ট নয়৷ তাদের দাবি, ১৫ই ডিসেম্বরের গণভোট স্থগিত করতে হবে৷ ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এর অন্যতম শীর্ষ নেতা এবং ফ্রি ইজিপশিয়ান্স পার্টির প্রধান আহমেদ সায়েদ বলেন, বিতর্কিত খসড়া সংবিধানের উপর গণভোট আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা ‘দুঃখজনক' এবং এর ফলে সংকট আরো ঘনীভূত হবে৷ তিনি বলেন, ‘‘আমি বুঝি না যে, জনগণের বিরোধিতা সত্ত্বেও এমন একটি সংবিধানের জন্য কেন গণভোট আয়োজন করা হবে যাতে মিশরের মানুষের দাবি-দাওয়ার প্রতিফলন ঘটেনি৷''

মুরসির নতুন ঘোষণার প্রেক্ষিতে অন্যতম জনপ্রিয় বিরোধী নেতা এবং জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান মোহামেদ এলবারাদেই টুইট বার্তায় লিখেছেন, ‘‘যে সংবিধানে আমাদের অধিকার এবং স্বাধীনতা খর্ব করা হয়েছে, সেই সংবিধান আমরা অনুমোদিত হতে দেবো না৷'' এছাড়া ‘এপ্রিল ৬ যুব আন্দোলন' নামের অপর বিরোধী গোষ্ঠী ‘জনগণকে ধোঁকা দিতে মুরসির রাজনৈতিক চাল' বলে এর সমালোচনা করেছে৷ তারা তাদের ভাষায় ‘মুসলিম ব্রাদারহুডের সংবিধান অনুমোদনে গণভোট' বন্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে৷

এএইচ / আরআই (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য