1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
7 ছবি
৬ মার্চ ২০২৪
https://p.dw.com/p/4dE1C

সাউথ সুদান সীমান্তবর্তী উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলের ২৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে বিডিবিডি শরণার্থী বসতি৷ সেখানে বাস করছেন আড়াইলাখ উদ্বাস্তু মানুষ৷ তাদের বেশিরভাগই সাউথ সুদান থেকে পালিয়ে এসেছেন৷ অন্যরা এসেছেন গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে৷
রেডিও স্টেশন বিডিবিডি এফএম-এর যাত্রা শুরু হয় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সহায়তায়৷ এটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ডিডাব্লিউ অ্যাকাডেমি, ডাচ আরইএফ এফএম ফাউন্ডেশন এবং উগান্ডার বেসরকারি সংস্থা স্ট্রেইট টক ফাউন্ডেশন৷
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান ডিডাব্লিউ অ্যাকাডেমি সাংবাদিকেদর প্রশিক্ষণ দিয়ে থাকে৷
টিএম/এসিবি