1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ

১৫ জানুয়ারি ২০২৩

ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কারে নবনির্বাচিত সরকারের পরিকলিপনার প্রতিবাদ করে দেশটির তেল আবিব শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন৷ তারা মনে করেন, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্র হুমকিতে পড়বে৷

https://p.dw.com/p/4MCrX
Zehntausende demonstrieren in Tel Aviv gegen geplante Justizreform
ছবি: Oded Balilty/AP/picture alliance

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, শনিবারের এই প্রতিবাদে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছেন৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এটিকেই সবচেয়ে বড় বিক্ষোভ হিসাবে দেখা হচ্ছে৷ নেতানিয়াহুর বর্তমান সরকারে কট্টর ডানপন্থি, অতিরক্ষণশীল এবং ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠীও স্থান পেয়েছে৷

জেরুজালেম এবং হাইফা শহরেও প্রতিবাদ দেখা গেছে৷

কীসের প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা?

ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেয়ার ক্ষমতা দিয়ে প্রস্তাব এনেছে৷ বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার৷

বিরোধীদের দাবি, এই প্রস্তাব পাস হলে সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারক এস্থার হায়ুত এই প্রস্তাবের নিন্দা জানিয়ে একে দেশটির গণতান্ত্রিক পরিচয়ের ওপর ‘মারাত্মক আঘাত' হিসাবে আখ্যা দিয়েছেন৷ তবে নেতানিয়াহুর দাবি, এই সিদ্ধান্তের ফলে সরকারের তিন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে৷

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস, আস্থাভঙ্গ, প্রতারণার তিনটি মামলা চলছে৷ তবে সকল অভিযোগই অস্বীকার করে আসছেন নেতানিয়াহু৷

শনিবারের বিক্ষোভে অংশ নেয়া প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টৎসও৷ এক টুইটে ‘ইসরায়েলি গণতন্ত্র রক্ষার' জন্য ডান-বাম নির্বিশেষে ইসরায়েলের সকল নাগরিককে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানান৷

পয়লা নভেম্বরের নির্বাচনে লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেতানিয়াহু৷ তার জোট সরকারে ধর্মভিত্তিক জায়োনিস্ট পার্টির মতো আল্ট্রা-অর্থোডক্স দলও রয়েছে৷

এডিকে/আরআর (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য