1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প নোবেল পুরস্কার : ঘোষণা হায়দ্রাবাদে

২০ সেপ্টেম্বর ২০০৪

এ বছরের বিকল্প নোবেল পুরস্কার ঘোষিত হল ভারতের হায়দ্রাবাদ শহরে৷ Stockholm-এ অবস্থিত Right Livelihood Foundation-এর এই বার্ষিক পুরস্কার কারা পাবেন তাঁদের নাম প্রথমবারের মত ঘোষণা করা হল বাইরে৷ পুরস্কৃতদের মধ্যে থাকছেন দুই ভারতীয় - স্বামী অগ্নিবেশ আর আসগার আলি ইন্জিনিয়ার৷ দুজনেই ভারতে হিন্দু ও মুসলমান সম্প্

https://p.dw.com/p/DQ0M

রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় কাজ করে আসছেন ৷ বিকল্প নোবেল পুরস্কার তারই স্বীকৃতি৷

স্বামী অগ্নিবেশ সমাজসংস্কারক ও ধর্মতাত্ত্বিক হিসেবে সুপরিচিত৷ আসগার আলী ইনজিনিয়ার শিক্ষাবিদ৷ বিকল্প নোবেল পুরস্কার দানকারী Right Livelihood Foundation-এর চেয়ারম্যান ইয়াকব ফন উয়েক্সক্যুল বলেন : ভারতে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহাবস্থান, সহিষ্ণুতা আর পারস্পরিক বোধ জাগিয়ে তুলতে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁদের দুজন পুরস্কৃত হলেন৷

দাস শ্রমিকদের মুক্ত করতে, ভারতীয় হরিজন সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে শোষণের অবসান ঘটাতে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ভারতীয় হিন্দু মৌলবাদীদের সহিংসতা রুখতে স্বামী অগ্নিবেশ কয়েক দশক ধরে সচেষ্ট, বলা হয়েছে Stockholm-ভিত্তিক এই ফাউন্ডেশনের পক্ষ থেকে৷ আর শিক্ষাবিদ আসগার আলী ইনজিনিয়ার হিন্দু-মুসলিম সম্পর্ক এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমাজ সংস্কার নিয়ে প্রচুর লেখালেখি করেছেন৷

রুশ মানবাধিকার সংগঠন Memorial-ও এবার বিকল্প নোবেল পুরস্কারে ভূষিত৷ অত্যন্ত দূরূহ পরিস্থিতিতে সাহসের সঙ্গে কাজ করে আসছে এই সংস্থা৷ গত দশ বছর ধরে এই সংগঠন বিশেষ করে চেচনিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করে চলেছে৷ দাঁড়িয়েছে নাগরিক অধিকারের সপক্ষে৷ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াকব ফন উয়েক্সক্যুল হায়দ্রাবাদে পুরস্কার ঘোষণা করতে গিয়ে বলেন : এরকম একটি সংগঠনকে পুরস্কৃত করা-যে কত জরুরি তার একটি কারণ আমরা পেয়েছি একেবারে হালে বেসলানের নৃশংস ঘটনায়৷ মেমোরিয়াল-এর কর্মীরা বেশ কিছু সংকট এলাকায় - বিশেষ করে চেচনিয়ায় - কাজ চালিয়ে বড় রকমের সাহসের পরিচয় দিয়েছেন৷ চেচনিয়ায় তাদের পাঁচটি অফিস রয়েছে৷ তার মধ্যে চারটি গ্রজনি শহরে৷

পুরস্কৃত হয়েছেন এক সময়কার নামী মডেল ও রক সঙ্গীতের কিংবদন্তী মিক জ্যাগারের প্রাক্তন স্ত্রী বিয়াংকা জ্যাগার শোষিত বঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য৷ নিকারাগুয়ার মেয়ে বিয়াংকা দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকায় শরণার্থী ও আদিবাসী মানুষদের পক্ষে কাজ করেছেন, বসনিয়ার যুদ্ধকালে ধর্ষিতা নারীদের পাশে এসে দাঁড়িয়েছেন, মৃত্যুদন্ডের বিরুদ্ধে সক্রিয় হয়েছেন, রেইন ফরেস্ট অক্ষত রাখার পক্ষে লড়াইয়ে নেমেছেন৷

আর্জেন্টিনার বিজ্ঞানী রাউল মন্টেনেগ্রো লাতিন আমেরিকায় পরিবেশ রক্ষায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠী ও আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিকল্প নোবেল পুরস্কার পাচ্ছেন৷ এই প্রথম Stockholm-এর বাইরে এবং ভারতের হয়দ্রাবাদ শহরে বিকল্প নোবেল ঘোষিত হল৷ এই সিদ্ধান্তের ক্ষেত্রে বড় রকমের এক ভূমিকা রেখেছেন জুরিমন্ডলীর ভারতীয় সদস্য ভিথাল রাজান৷ ১৯৮০ সালে ডাকটিকিট ব্যবসায়ী ও সাংবাদিক ইয়াকব ফন উয়েক্সক্যুল Right Livelihood Award তথা বিকল্প নোবেল পুরস্কারের প্রবর্তন করেন৷ তাঁর ডাকটিকিটের মহামূল্য সংগ্রহ তিনি বিক্রি করে দেন এর জন্য৷ লক্ষ্য সেই সব কাজকে স্বীকৃতি দেওয়া যেগুলো মূল নোবেল পুরস্কারের ক্ষেত্রে উপেক্ষিত হয়৷

জুরিমন্ডলীর অন্যতম সদস্য জার্মান সামাজিক গণতন্ত্রী দলের সাংসদ Monika Griefahn বলেছেন : সেই সব মানুষ আর সংস্থাকে পুরস্কৃত করা হয় এই পৃথিবীটাকে আরো বাসযোগ্য করার জন্যে ভাল কাজ করে যাচ্ছেন - দৃষ্টান্ত রাখছেন৷ আগামী ৯ই ডিসেম্বর সুইডেনের পার্লামেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষিত পুরস্কার তুলে দেয়া হবে প্রাপকদের হাতে৷ মোট পুরস্কারের অর্থমূল্য দু লাখ উনিশ হাজার ইউরো৷

আব্দুল্লাহ আল ফারূক