1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির সঙ্গে আলোচনার কথা বললেন আমু

৭ জুন ২০২৩

জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু৷

https://p.dw.com/p/4SIXE
জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হতে পারে বলে মনে করেন আওয়ামী লীগ  আমির হোসেন আমু৷
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুছবি: DW

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের সমাবেশে তিনি বলেন, ‘‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক৷ আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই, কোথায় সমস্যা; সুষ্ঠু নির্বাচনে বাধা কোথায় এবং কীভাবে সেটা নিরসন করা যায়৷ এটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে, অন্য কোনো পথে নয়৷''

‘‘অন্য কোনো পথে চেষ্টা করে নির্বাচন বানচাল করে যারা অসাংবিধানিক অবস্থা সৃষ্টি করতে চান, অসাংবিধানিক কোনো জিনিস আনতে চান, তাদেরকে প্রতিহত করা হবে৷ ১৪ দল ঐক্যবদ্ধভাবে, ১৪ দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনের মতো ষড়যন্ত্র মোকাবিলা করে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে,'' যোগ করেন তিনি৷ 

তিনি আরো বলেন, ‘‘সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে৷ এই সংবিধানকে সামনে রেখে যেকোনো সমাধান, যেকোনো কিছু করতে আমরা প্রস্তুত৷ আপনারা এগিয়ে আসুন, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে, গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে আপনাদের (বিএনপি) সঙ্গে বসতে রাজি আছি৷''

আমির হোসেন আমু বলেন, ‘‘আলোচনার দ্বার খোলা৷''

বিএনপির বিরুদ্ধে তার অভিযোগ, ‘‘নির্বাচনকে সামনে রেখে আপনারা নানা রকম অজুহাত তুলছেন, বিদেশিদের কাছ থেকে অনেক রকম সাহায্য-সহযোগিতার জন্য কথা বলছেন, ভিসানীতিকে আশ্রয় করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চিন্তা করছেন৷''

মার্কিন নতুন ভিসানীতির বিষয়ে তিনি বলেন, ‘‘বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়৷ আজকে এটা বলার প্রয়োজন নেই৷ যখন এই বৃক্ষের ফল পড়বে তখন দেখা যাবে, এই বৃক্ষ কী৷ এর উত্তর তখন সবাই আপনারা উপলব্ধি করবেন৷ বগল বাজাবার কোনো সুযোগ নেই, বাহবা দেওয়ার কোনো সুযোগ নেই৷ ঘোলা পানিতে মাছ শিকার করার, বিভিন্ন রকমের ফন্দিফিকির আপনারা গতদিনেও করেছেন, আজকেও করার চেষ্টা করছেন৷''

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)