1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার

৪ আগস্ট ২০২২

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সাধারণ মানুষের ‘ভোগান্তির কথা চিন্তা করে’দুপুরেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/4F61t
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নূরে আলমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা হরতাল ছবি: bdnews24

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন৷

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হলেও সাধারণ মানুষের ‘ভোগান্তির কথা চিন্তা করে’ দুপুরেই তা প্রত্যাহার করে নিচ্ছেন তারা৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ কেন্দ্রীয় নেতাদের কয়েকজন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে৷

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলা জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল৷ সেদিন নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে৷

ভোলা শহরের মহাজনপট্টি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও তার অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা৷

গত রোববার (৩১ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সামবেশে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত হন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম৷ পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷ এর প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি৷

Bangladesch Bhola | Demonstration
ছবি: bdnews24

হরতালের সমর্থনে সকাল ১০টার দিকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল ভোলা শহরের সদর রোড ঘোরে তবে কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির সোপান বলেন, ‘‘ভোলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন৷ তবে কোন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷’’

বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে হরতাল ও বিএনপির বিভিন্ন কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি৷  

এদিকে হরতালের কারণে মহাজনপট্টি এলাকায় দোকান-পাট বন্ধ দেখা গেলেও সদর রোডে খোলা রয়েছে; চলছে যানবাহনও৷ তাছাড়া ভোলা-চরফ্যাশন রুটের বাসও চলাচল করছে৷

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, হরতালকে ঘিরে কোনো ধরনের বিশৃংখলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে৷ পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে৷

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার' প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রোববার জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল৷ সেদিন নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে৷ সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের আবদুল রহিম৷ ওই ঘটনায় নুরে আলমের মাথায় গুলি লাগে৷ পরে তাকে ভোলা থেকে ঢাকায় নিয়ে এসে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়৷

সংঘর্ষের ঘটনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর  বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)