1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন নাকি বুন্ডেসলিগা খেতাবের দিকে হাত বাড়ানোর মুখে

১১ ডিসেম্বর ২০০৯

লীগের দুটো ম্যাচ আর চ্যাম্পিয়নস লীগের দুটো ম্যাচে জেতার পর বায়ার্ন, এবং বায়ার্নের কর্মকর্তাদের মেজাজ ফিরে গেছে৷ আবার স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাস নিয়ে তাদের বলতে শোনা যাচ্ছে: ‘‘এবার বুন্ডেসলিগায় আমাদের ঠেকায় কে!’’

https://p.dw.com/p/Kzbr
বিগত এক দশকের সেরা খেলোয়াড়?ছবি: DW

বিশেষ করে গত মঙ্গলবার ইউভেন্টুস টুরিনের বিরুদ্ধে বায়ার্নের ৪-১ গোল জিত বায়ার্ন ফ্যানদের চোখে আবার স্বপ্ন ফিরিয়ে এনে দিয়েছে৷ ম্যানেজার ক্রিস্টিয়ান নের্লিঙ্গার থেকে শুরু করে জেনারেল ডাইরেক্টর কার্ল-হাইঞ্জ রুমেনিগে, সকলের মুখেই এক কথা: এবার লীগের পয়েন্টের তালিকায় ওপর দিকের দলগুলো হঠাৎ খেয়াল করবে যে বায়ার্ন মিউনিখ তাদের ঘাড়ে! শীতের বিরতির আগে আর মাত্র দুটো সপ্তাহান্তে দুটো খেলা বাকি৷ সে দুটো থেকে পয়েন্ট চায় বায়ার্ন, চতুর্থের বদলে তৃতীয় কি দ্বিতীয় স্থান নিয়ে নতুন বছরে ঢুকতে চায়৷

‘‘গালাকটিকো’’

এবং সেটা অসম্ভবই বা বলা যাবে কি করে? ওলন্দাজ গোলন্দাজ আরিয়েন রবেন তার হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে, যদিও ফরাসি জাদুকর ফ্রঙ্ক রিবেরি’কে এই শনিবার বোখুমের বিরুদ্ধে খেলানোর ঝুঁকি নেওয়া যাবে না৷ কিন্তু কোচ লুই ফ্যান গালের নতুন ‘‘গালাকটিকোরা’’ হল মারিও গোমেজ এবং ইভিচা অলিচের নতুন আক্রমণাত্মক জুটি৷ গোমেজ গত পাঁচটি খেলার মধ্যে চারটিতে গোল করেছে, অলিচ গত তিনটি খেলার মধ্যে দুটিতে৷ এই দুজনের কল্যাণে ফ্যান গাল স্বচ্ছন্দে আউট-অফ-ফর্ম মিরোস্লাভ ক্লোজে এবং লুকা টোনিকে বেঞ্চে বসিয়ে রেখেছেন৷

বর্ষশেষ মানেই সেরাদের হিসেব-নিকেশ

ব্রিটেনের ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন ব্রেজিলের ফরোয়ার্ড রোনাল্ডিনিও’কে গত দশকের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে মনোনীত করেছে - ২০০০ থেকে ২০০৯ সাল অবধি পাঠকদের প্রদত্ত ভোটের ভিত্তিতে৷ এক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ - তবে আফ্রিকার দৃষ্টিকোণ থেকে এদের সকলকেই ম্লান করে দেবার ক্ষমতা রাখে যে খেলোয়াড়টি, তার নাম স্যামুয়েল এটো’৷ তিনবার আফ্রিকান ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে সে, ২০০৩, ২০০৪ এবং ২০০৫ সালে৷ এবং ২০০৯-এর পাঁচজনের শর্টলিস্টেও তার নাম রয়েছে, যদিও প্রতিযোগিতা এবার কঠিন হবে৷ তালিকায় এটো’র সঙ্গে রয়েছে আইভরি কোস্ট তথা চেলসি’র দিদিয়ের দ্রোগবা, ঘানা এবং চেলসির মিডফিল্ডার মাইকেল এসিয়্যাঁ, মালি এবং বার্সেলোনার মিডফিল্ডার সাইডু কাইটা এবং আইভরি কোস্ট তথা বার্সেলোনার মিডফিল্ডার ইয়াইয়া টুরে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই