1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবাকে গুলি, পালাতে গিয়ে গাড়ির ধাক্কা চারজনকে

১৩ জুন ২০২২

জার্মানিতে প্রথমে বাবাকে গুলি করে হত্যা। তারপর গাড়ি করে পালাতে গিয়ে চারজন সাইকেল আরোহীকে ধাক্কা। মৃত এক।

https://p.dw.com/p/4CbVj
পুলিশ অভিযুক্তকে ধরেছে, তার মানসিক পরীক্ষা হচ্ছে।
পুলিশ অভিযুক্তকে ধরেছে, তার মানসিক পরীক্ষা হচ্ছে। ছবি: René Priebe/PR-Video/dpa/picture alliance

এরপর গাড়ি ফেলে দিয়ে সোজা ওই ব্যক্তি রাইনের জলে ঝাঁপ দেয়। পুলিশ হেলিকপ্টার ও নৌকা নিয়ে খোঁজ শুরু করে। অবশেষে পুলিশ তাকে ধরতে পেরেছে বলে জানিয়েছে। তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, রোববার ভোর ছয়টার সময় রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের এলের্সস্ট্যাডে ওই ব্যক্তি তার বাবাকে গুলি করে মারে। তারপর সে গাড়ি নিয়ে বেরোয়। পুলিশ আসার আগে সে ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিল। তাই সে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি চারজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তার মধ্যে তিনজন আহত হয়ে হাসপাতালে। ৭১ বছরের এক বৃদ্ধা মারা গেছেন।

ওই ব্যক্তির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তারপর সে গাড়ি ফেলে রেখে দৌড়ে পালায় এবং রাইনের জলে ঝাঁপ দেয়।

পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তিকে ধরেছে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

জিএইচ/এসজি (ডিপিএ)