1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাধ সাধতে পারে বৃষ্টি!

২০ জুন ২০১৯

এবার বিশ্বকাপের খলনায়ক বৃষ্টি৷ হানা দিতে পারে আজকের ম্যাচেও৷ যদিও নটিংহাম থেকে সুখবর পাওয়া গেছে৷ ট্রেন্ট ব্রিজে সকালের সূর্যটা দেখাচ্ছে উজ্জ্বল দিনের সম্ভাবনা৷

https://p.dw.com/p/3KkhM
ICC Cricket World Cup 2019 Westindische Inseln - Bangladesch
ছবি: Getty Images/A. Davidson

টস হয়েছে৷ টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া৷

বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা শুরু হতেও দেরির কোনো কারণ আপাতত নেই৷ নটিংহ্যামের সকালটা অন্তত বৃষ্টিমুক্ত থাকবে বলছে, আবহাওয়ার পূর্বাভাস৷

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নটিংহ্যামের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে৷ বাংলাদেশ সময় রাত আটটার দিকে হালকা বৃষ্টি নামার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না৷

নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠের আউটফিল্ড ঢেকে রাখার ব্যবস্থা নেই৷ তাই হালকা বৃষ্টি হলেও ভোগান্তিতে পড়তে হবে৷ কারণ, বৃষ্টি থেমে গেলে মাঠ খেলার উপযোগী করতে গ্রাউন্ড স্টাফদের ভালোই বেগ পেতে হয় এই মাঠে৷

গেল সপ্তাহে এই মাঠে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে৷ মাঠে গড়ায়নি একটি বল৷

ট্রেন্ট ব্রিজের মাঠটিকে ঐতিহাসিক বললে ভুল হবে না৷  যাত্রা শুরু হয় ১৮৪১ সালে৷ ১৯৭৪ সালে মাঠটিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়৷ ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে এই মাঠে অনুষ্ঠিত হয় বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ৷ চলতি বিশ্বকাপেও, আজকের ম্যাচসহ মোট পাঁচটি খেলা হচ্ছে এই ভেন্যুতে৷

ট্রেন্ট ব্রিজের আবহাওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়৷ যদিও বদলে যাওয়া বাংলাদেশ, নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে৷ তবে সবশেষ দুটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ছিল ছোবল হানে বৃষ্টি৷ ওই দুই ম্যাচে পয়েন্ট ভাগ হওয়ায় একটি করে পয়েন্ট যোগ হয়, বাংলাদেশের হিসেবে৷ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলার পেছনে, তা ছিল মহা মূল্যবান।

আজ যদি পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তাতে বাংলাদেশের খুব একটা অখুশি হওয়ার কথা না৷  পয়েন্ট টেবিলের দিকে তাকালে অবশ্য জয়ের বিকল্প নেই৷

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ১২৮ মাইল উত্তরে অবস্থিত নটিংহ্যাম শহর৷ শহরজুড়ে প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষের বসতি৷ তবে, বাঙালির আনাগোণা এই শহরে কিছুটা কম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য