1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনের ঝুলিতে অ্যারিজোনা, ট্রাম্প এখনো অবিচল

১৩ নভেম্বর ২০২০

অ্যারিজোনা রাজ্যে বাইডেনের জয় প্রায় নিশ্চিত হলেও ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করতে নারাজ৷ এদিকে রিপাবলিকান দলের অনেক নেতা বাইডেনের সঙ্গে সহযোগিতার পক্ষে সওয়াল করছেন৷

https://p.dw.com/p/3lENp
এখনো পর্যন্ত রিপাবলিকান দলের স্বীকৃতি না পেলেও বাইডেন অবিচল থেকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি করে চলেছেন৷
এখনো পর্যন্ত রিপাবলিকান দলের স্বীকৃতি না পেলেও বাইডেন অবিচল থেকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি করে চলেছেন৷ ছবি: Jonathan Ernst/REUTERS

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা এখনো চলছে৷ সেইসঙ্গে দুই প্রার্থীর মধ্যে ভোটের ফারাকও বেড়ে চলেছে৷ অ্যারিজোনা রাজ্যে রিপাবলিকান দলের দীর্ঘ সাফল্যে ইতি টেনে ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন জয়ের পথে চলেছেন বলে এডিসন রিসার্চ নামের প্রতিষ্ঠান পূর্বাভাষ দিচ্ছে৷ ফলে বাইডেনের ঝুলিতে ২৯০টি ইলেকটোরাল ভোট পড়বে এবং তাঁর জয় সম্পর্কে সংশয় প্রকাশ করার আর কোনো অবকাশই থাকবে না৷ ‘পপুলার ভোট' বা সরাসরি ভোটের মানদণ্ডেও তিনি ট্রাম্পের তুলনায় ৫২ লাখেরও বেশি সংখ্যায় এগিয়ে আছেন৷

আরও কয়েকটি রাজ্যে ভোটগণনা চললেও বাইডেনের জয়ের অঙ্কে কোনো পরিবর্তনের আশা কার্যত লোপ পেয়েছে৷ ট্রাম্প ব্যাপক নির্বাচনি অনিয়মের অভিযোগ করে চললেও কোনো প্রমাণ পেশ করতে পারছেন না৷ ফলে এখনো পর্যন্ত আদালতেও তাঁর অভিযোগ ধোপে টিকছে না৷ এমনকি অ্যারিজোনা রাজ্যের কিছু অংশে নতুন করে ভোটগণনা করে সামান্য কিছু অনিয়ম ধরা পড়েছে, সার্বিক ফলের উপর যার কোনো প্রভাব পড়ছে না৷ মার্কিন প্রশাসনের সবচেয়ে উচ্চপদস্থ সাইবার নিরাপত্তা এবং নির্বাচন কর্মকর্তারা বলেছেন, দেশের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে নিরাপদ নির্বাচন৷

এমন প্রেক্ষাপটে ক্ষমতা আঁকড়ে ধরে ট্রাম্পের একগুঁয়ে মনোভাবের পক্ষে রিপাবলিকান দলের মধ্যে সমর্থনে চিড় ধরতে শুরু করছে৷ এখনো দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে বাইডেনের জয় স্বীকার না করলেও তাঁদের মধ্যে কয়েকজন প্রথা অনুযায়ী বাইডেনের জন্য গোয়েন্দা সংস্থার ‘ব্রিফিং' শুরু করার পক্ষে সওয়াল করেছেন৷ অর্থাৎ তাঁরা কার্যত স্বীকার করে নিচ্ছেন, যে তাঁরা না মানলেও বাইডেন পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন৷

এখনো পর্যন্ত রিপাবলিকান দলের স্বীকৃতি না পেলেও বাইডেন অবিচল থেকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি করে চলেছেন৷ প্রথা অনুযায়ী জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন নামের ফেডারেল কর্তৃপক্ষ এখনো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থী হিসেবে স্বীকৃতি দেয় নি এবং ক্ষমতা হস্তান্তরের জন্য ধার্য বাজেট হস্তান্তর করে নি৷ ভবিষ্যৎ বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রন ক্লেইন এমএসএনবিসি নেটওয়ার্ককে বলেন, ঠিক সময়ে এই অর্থ হাতে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে আগামী বছরের শুরুতে দেশে করোনা টিকা প্রদানের সরকারি পরিকল্পনা কার্যকর করতে হলে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে, বলেন ক্লেইন৷

বাইডেন টিমের প্রতি ট্রাম্প প্রশাসনের সহযোগিতার অভাবের কারণে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটিক দলের শীর্ষ দুই নেতা ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন৷ নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চ কক্ষে দলের নেতা চাক শুমার সেইসঙ্গে রিপাবলিকান দলের উদ্দেশ্যে ট্রাম্পের মনোভাব উপেক্ষা করে দেশের জরুরি পরিস্থিতির স্বার্থে সঠিক আচরণের আহ্বান জানিয়েছেন৷ তাঁদের মতে, করোনা মহামারির ফলে স্বাস্থ্য ও অর্থনীতির সংকটের মোকাবিলা করা অত্যন্ত জরুরি৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)