1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি বাঁক অতিক্রম করছে: শিবশঙ্কর মেনন

২৯ আগস্ট ২০১১

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আসন্ন সফরের বিস্তারিত তাঁর কাছে তুলে ধরেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন৷ বৈঠক করেন বাংলাদেশের জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও৷

https://p.dw.com/p/12PJn
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননছবি: picture-alliance/ dpa

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ড. মনমোহন সিং-এর সফর নিয়ে আলোচনা করেছেন৷ ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের আগে, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে রবিবার ঢাকা আসেন মেনন৷ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি৷ প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মনমোহন সিং-এর সফরের বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ উল্লেখ্য, দু'দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন মনমোহন সিং৷

মনমোহন সিং-এর এই সফরে সীমানা বিরোধ, তিস্তার পানি বণ্টনসহ ট্রানজিট বাস্তবায়নে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে৷ এ বিষয়গুলোর অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মেনন৷ ওদিকে, মনমোহন সিং-এর সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি ও মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন হাসিনা ও মেনন৷

Der indische Premierminister Manmohan Singh und die Premierministerin von Bangladesh Sheikh Hasina bei einem Empfang im Rashtrapati Bhavan in der indischen Hauptstadt Neu Delhi
শেখ হাসিনার নতুন দিল্লি সফরের পর মনমোহন সিংয়ের ঢাকা সফরকে ঘিরে বড় রকম প্রত্যাশার কথা শোনা যাচ্ছেছবি: UNI

মনমোহন সিং-এর আসন্ন সফরকে ঐতিহাসিক আখ্যায়িত করে মেনন বলেন, এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ সফরে আসছেন৷ দু'দেশের সম্পর্ক দিন দিন আরো উন্নত হচ্ছে বলেও মতপ্রকাশ করেন তিনি৷ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন ভালো হচ্ছে৷ আর ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়৷ জবাবে শেখ হাসিনা তাঁকে বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁরা দিনরাত কাজ করে যাচ্ছেন৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা৷ 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর, শিবশঙ্কর মেনন হোটেল সোনারগাঁয়ে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন৷ সম্পাদকদের প্রশ্নের জবাবে মেনন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি বাঁক অতিক্রম করছে৷ মনমোহন সিং-এর আসন্ন সফরের মধ্য দিয়েই এই নতুন যুগের সুচনা হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান