1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি ছাত্রী

১০ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পড়তে যায় অনেক ছাত্র, তবে ছাত্রী কিন্তু তেমন নয়৷ পারিবারিক আপত্তি এবং সামাজিক কারণে অনেক মেধাবী ছাত্রী দেশের ভেতরেই শিক্ষাজীবন শেষ করে৷

https://p.dw.com/p/165q5
ছবি: DW

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র উচ্চ শিক্ষার জন্য ইউরোপ অ্যামেরিকার অনেক দেশে পাড়ি জমাচ্ছে৷ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফলের দিকে তাকালে এই ক্ষেত্রে কিন্তু বড় একটি ফাঁক চোখে পড়বে৷ সেখানে রেজাল্টের দিক থেকে মেয়েরা কোনভাবেই ছেলেদের চেয়ে পিছিয়ে নেই৷ অথচ উচ্চ শিক্ষার জন্য খুব কম মেয়েই বিদেশে আসে৷ কেন এই ক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের আগ্রহ কম? প্রশ্নটি করেছিলাম গ্যোটিঙ্গেন ইউনিভার্সিটির হাইড্রোজিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে মাস্টার্স পড়ুয়া ছাত্রী সাবরিনা ফাতিমাকে৷ তিনি বললেন, ‘‘আমি ঠিক জানিনা কেন? তবে হয়তো আমাদের সামাজিক অবকাঠামোর কারণে অনেকে ভয় পেয়ে থাকতে পারে৷ অন্যদিকে ভারত নেপাল থেকে অনেক মেয়েকে দেখেছি কেবল অনার্স শেষ করেই মাস্টার্স করতে বিদেশে চলে আসে৷ আর পিএইচডিতে তো আছেই৷''

50 Jahre Goethe-Institut Bangladesh
মেধায় মহিলারা কিছুমাত্র কম যান নাছবি: Rashid Swapan

বাংলাদেশি ছাত্রীদের জন্য এই ক্ষেত্রে উদাহরণ হয়ে উঠতে পারেন তণুশ্রী পাল৷ উচ্চশিক্ষার পুরোটাই তার বিদেশে করা৷ ভারতের ব্যাঙ্গালোর থেকে ব্যাচেলর্স করেছেন, মাস্টার্স করেছেন দক্ষিণ কোরিয়াতে৷ বর্তমানে তিনি জার্মানির উল্ম ইউনিভার্সিটিতে মলিকিউলার মেডিসিন বিভাগের অধীনে পিএইচডি করছেন৷ তিনি বললেন, উচ্চ শিক্ষার জন্য একজন মেয়ের পেছনে পারিবারিক সমর্থনটা সবচেয়ে বেশি জরুরি৷ কারণ আমি বাংলাদেশের নাটোর থেকে উঠে এসেছি৷ আমি যখন বাংলাদেশ ছাড়ি তখন আমার বয়স ছিল মাত্র ১৮ বছর৷ বিদেশে পড়াশোনার জন্য আমার বাবা মা আমাকে খুবই সমর্থন দিয়েছে৷

Week 37/12 LS1-Campus: Bangladeshi female students in Germany - MP3-Mono

বিদেশে মেয়েদের পড়তে আসার বিষয়টি বাংলাদেশের সাধারণ পরিবারগুলো এখনও গ্রহণ করে উঠতে পারে নি৷ এর পেছনে কারণ থাকে মেয়ের ভবিষ্যত আর নিরাপত্তা নিয়ে শঙ্কা৷ অথচ তণুশ্রী পালের মতে, বাংলাদেশ থেকে বিদেশেই বরং একজন মেয়ে অনেক বেশি স্বচ্ছন্দে চলতে ফিরতে পারে৷

অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি সুযোগ দিয়ে থাকে৷ এই যেমন ডয়চে ভেলে একাডেমির ইন্টারন্যাশনাল মিডিয়া স্টাডিজ কোর্স৷ এখানে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি ভর্তি করানো হয়৷ তবে তার আগে দরকার মানসিক পরিবর্তন৷ ছেলে হোক বা মেয়ে হোক, পরিবারের একজন এগিয়ে যাওয়াই মানে তো পরিবারটি এগিয়ে যাওয়া, তাই নয় কি?

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য