1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ১৩ দলের বি লীগ

প্রতিবেদক: সাগর সরওয়ার, সম্পাদনা: রিয়াজুল ইসলাম১৪ জুলাই ২০০৯

বাংলাদেশের ফুটবলের বি লীগ এবারো বেশ জমবে বলেই সকলের আশা৷ এবার বি লীগে ১৩টি দল অংশ নেবে৷ বি লীগ কমিটির সভায় আগের ১০টি দলের সাথে ৩টি নতুন দলকে অন্তর্ভূক্ত করা হয়েছে৷ সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়৷

https://p.dw.com/p/Ioex
মাঠে গড়াচ্ছে ফুটবলছবি: AP

তৃতীয় বি লীগের নতুন দলগুলো হচ্ছে ফেনী সকার ক্লাব, শুকতারা যুব সংসদ ও বিয়ানীবাজার এএফসি৷

জানা গেছে, এবারের লীগে রেলিগেশনের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি কমিটি৷ রেলিগেশনের বিষয়টি বাইলজে অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়েছে৷

নতুন তিনটি দলকে পেশাদার লীগে সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রচুর ইচ্ছার কারণে৷ কিন্তু পেশাদার লীগে খেলার ব্যাপারে তাদের অনেক দূর্বলতা রয়েছে৷ তাই দলগুলোকে এক সপ্তাহের বিশেষ কোর্স করাবে ফুটবল ফেডারেশন৷ এবারে ৫টি ভেন্যুতে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে৷ বি লিগের ভেন্যুগুলোর সাজানো গোছানোর কাজ চলছে৷ ভেন্যুগুলো হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চিটাগাং এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম ও ফেনী জেলা স্টেডিয়াম৷