1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবস পালন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ডিসেম্বর ২০১২

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস৷ আর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধের বিচারের রায় এবং তা কার্যকরের আশা করছেন৷

https://p.dw.com/p/173PZ
ছবি: AFP/Getty Images

আর রাজনীতিবিদরা বলেছেন তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য৷

তোপধ্বনির মধ্য দিয়ে ৪২তম বিজয় উৎসব শুরু হয়৷ আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের৷ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী সবাই সমবেত হন শ্রদ্ধার্ঘ্য হাতে৷ স্মৃতসৌধে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷

Bangladesch feiert Unabhängigkeitstag
ছবি: AFP/Getty Images

মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দেয়ার পর তাদের প্রত্যাশার কথা জানান৷ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেখে মরতে চান৷ সাধারণ মানুষের প্রত্যাশাও যুদ্ধাপরাধের বিচার৷ তাদের কথায় যুদ্ধাপরাধীদের বিচার হলে জাতি কলঙ্কমুক্ত হবে৷

স্মৃতিসৌধে ফুল দেয়ার পর জাতির এই প্রত্যাশার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামী বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধের বিচারের রায় এবং তা কার্যকর হবে৷

তবে ড. কামাল হোসেনসহ রাজনীতিবিদরা বলেছেন, এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের৷

ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বিজয় উৎসব৷ আর এর মধ্যে জাতীয় প্যারেড সবচেয়ে আকর্ষণীয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য