1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে থাকা ভারতীয়দের সতর্ক করা হলো

সত্যজিৎ সাউ | স্যমন্তক ঘোষ
৫ আগস্ট ২০২৪

একটি সতর্কবার্তা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

https://p.dw.com/p/4j6v5
বাংলাদেশে সেনা টহল
ঢাকার রাস্তায় সেনার টহলছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

রোববার বাংলাদেশে শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে। সোমবারও অশান্তি অব্য়াহত। এই পরিস্থিতিতে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য় একটি অ্যাডভাইসারি জারি করেছে। সেখানে ভারতীয় হাইকমিশনের বেশ কয়েকটি এমার্জেন্সি নম্বর দেওয়া হয়েছে। সমস্ত ভারতীয়কে বলা হয়েছে, কোনোরকম সমস্যায় পড়লে ওই এমার্জেন্সি নম্বরে যোগাযোগ করতে হবে। পাশাপাশি, ভারতীয়দের খুব প্রয়োজন ছাড়া বাইরে বার হতে নিষেধ করা হয়েছে।

শুধু তা-ই নয়, ভারতীয় নাগরিকদের এই পরিস্থিতিতে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে আছেন ডয়চে ভেলের প্রতিনিধি সত্য়জিৎ সাউ। তিনি জানিয়েছেন, রোববার সন্ধ্যা থেকে বাংলাদেশে কারফিউ জারি হলেও সোমবার সকাল পর্যন্ত সীমান্তে যান চলাচল ব্য়াহত হয়নি। নির্দিষ্ট সময়ে ট্রেন চলেছে। বাস চলেছে, মালবাহী লরিও যাতায়াত করেছে। তবে স্থানীয় ব্য়বসায়ীদের আশঙ্কা, সোমবার বিকেলের পর থেকে স্বাভাবিক গতিবিধি ব্য়াহত হতে পারে। উল্লেখ্য, জুলাই মাসে প্রায় এক সপ্তাহ যান চলাচল ব্য়াহত হয়েছিল। শুধুমাত্র পেট্রাপোল সীমান্তেই আটকে পড়েছিল বহু লরি। বাংলাদেশেও বেশ কিছু ভারতীয় মালবাহী ট্রাক আটকে ছিল।

পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী ডিডাব্লিউকে বলেছেন, ''সোমবার দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে। ব্য়বসাও হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের বিজ্ঞপ্তির পর সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যে ভারতীয় ট্রাক চালকেরা বাংলাদেশে ঢুকেছেন বা ঢুকছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।''

আসাম, ত্রিপুরা এবং মেঘালয় সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আসামের করিমগঞ্জ সীমান্তে সাড়ে তিন কিলোমিটার খোলা বর্ডার আছে। সেখানে বিএসএফ-এর অফিসাররেরা পরিদর্শনে গেছিলেন। নদী সীমান্ত এবং খোলা সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বিএসএফ-এর সূত্র ডিডাব্লিউকে জানিয়েছে।

তবে জুলাইয়ের মতো এবারো ভারতীয় এবং নেপালি ছাত্ররা সীমান্ত পেরিয়ে আসাম বা ত্রিপুরাতে ঢোকেনি বলে বিএসএফ-এর সূত্র জানিয়েছে। এপ্রসঙ্গে সাবেক আইপিএস অফিসার এবং বাংলাদেশ বিশেষজ্ঞ শান্তুন মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''ভারত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে। সে কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।''

ভারতীয় সেনার সাবেক লেফটন্য়ান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেছেন, ''বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র। তবে এখন সেখানে যা ঘটছে, তা একেবারেই তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশে অবস্থিত ভারতীয়দের সুরক্ষাই এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভারত সে কাজটিই করছে।''

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো