1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের ক্রিকেট ভাবনা

২৩ ডিসেম্বর ২০১১

বাংলাদেশ ক্রিকেটের জন্য দুটি ভাল খবরের একটি হচ্ছে সাকিব আল হাসানের বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার হওয়া৷ আর অন্যটি, আইসিসি’র পরবর্তী সভাপতি বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা৷

https://p.dw.com/p/13Xtq
সর্বত্রই ক্রিকেট (ফাইল ফটো)ছবি: AP

এ বিষয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘‘আমি অবশ্যই খুশি৷ বাংলাদেশ টেস্টের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার পরও এ ধরণের দায়িত্ব পাওয়া অবশ্যই গর্বের৷ আশা করছি, মোস্তফা কামাল যদি সত্যিই আইসিসির প্রধান হতে পারেন তাহলে তিনি সেই পদের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্যও কাজ করবেন৷''

সাকিবের বিশ্বসেরা হওয়ার খবরেও ভীষণ খুশি ফারুক আহমেদ৷ তবে তিনি বলছেন, যে দলে সাকিব, তামিমের মতো বিশ্বসেরা খেলোয়াড় আছে তাদের পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিত ছিল৷ কিন্তু সেটা না হওয়ার জন্য এই সাবেক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটকে দায়ী করেছেন৷

তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট কাঠামো ভাল না হওয়ায় ভাল খেলোয়াড় উঠে আসছে না৷ ফারুক বলেন, ‘‘ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে বেশি ব্যস্ত থাকছে৷ কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, দেশে এখন ক্রিকেটের যে এত কিছু হচ্ছে সেটা সম্ভব হয়েছে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায়৷ আর সেটা সম্ভব হয়েছে সাবেক খেলোয়াড়দের ভাল পারফরম্যান্সের কারণেই৷ সুতরাং ভবিষ্যতে যেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস প্রশ্নের মুখে না পড়ে সেদিকে নজর রাখতে হবে৷ এবং এজন্য ভাল খেলোয়াড় তৈরির কোনো বিকল্প নেই৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান