1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আশা-হতাশার জলবায়ু চুক্তি'

সমীর কুমার দে, ঢাকা১৪ ডিসেম্বর ২০১৫

প্যারিসে সই হওয়া জলবায়ু চুক্তিকে কেউ বলেছেন ইতিবাচক৷ আবার কেউ বলছেন, এটা হতাশার৷ অনেকে একে ‘ঐতিহাসিক অর্জন' বলে বর্ণনা করছেন৷ আর অনেকে বলছেন, এই চুক্তির ফলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না, এটা লোক দেখানো৷

https://p.dw.com/p/1HN3r
Klimawandel Flusserosion in Bangladesch
ছবি: picture-alliance/dpa/Zakir Hossain Chowdhury

[No title]

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বা বেলা-র প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি মনে করি চুক্তি হওয়াটাই ইতিবাচক৷ এই চুক্তির মধ্যে এমন অনেক কিছুই আছে, যা আমরা অনেকদিন ধরে দাবি করে আসছি৷ তবে চুক্তি হলেই তো আর হবে না, এর সঠিক বাস্তবায়ন হয় কিনা – সেটাই এবার দেখার বিষয়৷ এখান থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যাবে, সেটা বাস্তুহারা মানুষ আদৌ পান কিনা – তাও কিন্তু নিশ্চিত করতে হবে সরকারকেই৷''

চুক্তির পরপরই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে টেলিফোনে বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ জানান যে, বাংলাদেশ এই চুক্তিতে খুশি৷ তবে চুক্তির বিস্তারিত নথিপত্র বাংলাদেশ আরো বিস্তারিত খুঁটিয়ে দেখবে এবং শীঘ্রই এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়াও জানাবে৷

তবে বাংলাদেশে জলবায়ু নিয়ে কাজ করছেন এমন অনেকেই বলছেন যে, এই চুক্তিতে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর তেমন লাভ হবে না৷ উপকূলীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব নিয়ে কাজ করে এমন সংগঠন কোস্ট-এর সহকারী পরিচালক মুজিবল হক বলেন, ‘‘বরং বাংলাদেশের ভয়াবহ লোকসান হয়ে গেল৷''

তিনি বলেন, ‘‘চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে যে, জলবায়ু পরিবর্তনের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করা যাবে না৷ এটা বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর দীর্ঘদিনের দাবি৷ কিন্তু যারা ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে৷ এটা ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার৷ কিন্তু এই চুক্তির ফলে তা ভেস্তে গেল৷''

অন্যদিকে জলবায়ু সম্মেলনে পৃথিবীর সব রাষ্ট্র প্রধানদের একমত হওয়ায় অভিনন্দন জানান বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস৷ ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান৷ এতে বলা হয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত! আমাদের গ্রহটিকে রক্ষা করার জন্য প্যারিস সম্মেলনে পৃথিবীর সব জাতি একযোগে পদক্ষেপ নিতে একমত হয়েছে৷ এই বৈশ্বিক মতৈক্য পৃথিবীকে শক্তি যোগাবে৷ এই গ্রহের অধিবাসী হিসেবে এই উদ্যোগকে নির্ধারিত সময়ের আগেই বাস্তবে রূপায়িত করা এখন আমাদের উপর নির্ভর করছে৷ সেই সঙ্গে পৃথিবীর সকল মানুষকে অভিনন্দনও জানান ইউনূস৷

ওদিকে জলবায়ু বিশেষজ্ঞ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ‘‘এই অর্থ কিভাবে আসবে তা মোটেও পরিষ্কার নয়৷ বরং শব্দের মারপ্যাঁচে অনেক কিছুই চাপা পড়ে যাচ্ছে৷''

তাঁর কথায়, ‘‘এই অর্থ কোথা থেকে আসবে, কে দেবে, কবে দেবে, কিভাবে দেবে আর কাদের দেয়া হবে – সে সব বিস্তারিত এই চুক্তিতে নেই৷ এ সব কারণেই আমাদের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে৷''

চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের কম রাখার কথা বলা হচ্ছে৷ তবে কোস্ট-এর মুজিবল হক বলছেন, শিল্পোন্নত দেশগুলো ছাড় দিতে কতটা সচেষ্ট হবে সেটি নিয়ে তিনি সন্দিহান৷ এবারের চুক্তিতে ২ ডিগ্রির মধ্যে রাখার কথা বলা হয়েছে৷ এরপর তারা চেষ্টা করবে ১.৫ ডিগ্রিতে রাখার৷ এই চেষ্টা কতটা হবে, তা নিয়েই সন্দিহান তিনি৷

আপনার কি মনে হয়, প্যারিসের জলবায়ু চুক্তি কি বাংলাদেশের জন্য সত্যিই নেচিবাচক হয়েছে? জানান আপনার মতামত, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান