বন্যায় ডুবে যাওয়া গীর্জায় বিয়ে
১৩ আগস্ট ২০১৮ঘটনাস্থল ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার পাশেই বুলাকান প্রদেশের সেন্ট রোজারিও চার্চ৷ ২৪ বঝর বয়সি জোবেল দেলোস আঙ্গেলেসের বিয়ের তারিখ নির্ধারণ হয়েছিল অনেক আগেই৷ কিন্তু এর মধ্যেই এলো প্রবল বৃষ্টি৷ ডুবে গেল রাস্তা, এমনকি গীর্জাও৷
কিন্তু বর-কনের আর তর সইছিল না৷ দুজন মিলেই সিদ্ধান্ত নিলেন, প্রতিকূল আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়েই বিয়ে করবেন তাঁরা৷
ফলে বিয়ের দিন স্যুটের সাথে পায়ে স্যান্ডেল পরে গীর্জায় হাজির বর৷ কনেও শখের সাদা গাউন পরেই এলেন৷ পানির মধ্য দিয়ে আসতে গিয়ে ভিজলো তাঁর গাউন৷ কিন্তু পরস্পরকে পাওয়ার আনন্দে সেদিকে ভ্রুক্ষেপ ছিল না কারোরই৷
সমস্ত রাস্তা ডুবে গেছে, ফলে গাড়ির বদলে অতিথিরা এলেন নৌকায় চড়ে৷ বিয়ের উপযুক্ত পোশাকে এলেও কারো পায়েই ছিল না জুতা৷
বার্তাসংস্থা এএফপিকে কনে জানিয়েছেন, ভালোবাসার মানুষকেই তিনি বিয়ে করছেন, ফলে এই বন্যার পানিও তাঁর কাছে ‘রেড কার্পেটের' সমতুল্য৷
ফেসবুকে আপলোড করা বিয়ের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে৷ পিলিপিন স্টার নামের অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও এরই মধ্যে দেখেছেন ১৩ লাখ মানুষ, শেয়ার হয়েছে ১৪ হাজার বার৷
এডিকে/এসিবি