1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগভারত

বড় ভূমিকম্প হলে তাসের ঘরের মতো ভাঙবে দিল্লি, কলকাতা

১৭ ফেব্রুয়ারি ২০২৩

ভারতের ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্প-প্রধান জোনের মধ্যে৷ কিন্তু সেখানে ভূমিকম্প সহ্য করতে পারে এমন বাড়ি খুব কম৷

https://p.dw.com/p/4NdXg
কলকাতা শহরের ছবি৷
কলকাতার মাত্র সাত শতাংশ বাড়িতে ভূমিকম্প নিরোধক ব্যবস্থা ঠিকভাবে আছে৷ছবি: DW/S. Bandopadhyay

তুরস্ক ও সিরিয়ার মতো অত শক্তিশালী ভূমিকম্পেরও দরকার নেই৷ রিখটার স্কেলে সাড়ে ছয় পরিমাপের ভূমিকম্প হলেই কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ধসে যাবে৷ সব বড় বড় বাড়িগুলি নিচের নরম মাটির ভিতরে তলিয়ে যাবে৷ এটা আমার কথা নয়৷ ২০১১ সালে কেন্দ্রীয় সরকারের টাকায় চার বছর ধরে সমীক্ষা চালাবার পর এই সিদ্ধান্তে এসেছিল আইআইটি খড়্গপুরের সমীক্ষক দল৷

সেই রিপোর্ট বলছে, বড় ধরনের ভূমিকম্প হলে সল্ট লেক, রাজারহাট-নিউটাউন, কসবা, পার্ক স্ট্রিট, ডালহৌসি স্কোয়ার বা বিবাদী বাগ, বড়বাজার, বাগুইআটি এলাকা-সহ কলকাতার বিশাল অঞ্চল মাটির মধ্য়ে বসে যাবে৷ কারণ, কলকাতার অনেকখানি এলাকা কার্যত কাদামাটির উপর ভাসছে৷

সেই ২০১৫ সালে খড়্গপুর আইআইটির অধ্যাপক হিন্দুস্তান টাইমসে বিষয়টি বুঝিয়ে বলেছিলেন, ভূমিকম্প হলে কলকাতার নিচের নরম মাটির সঙ্গে জল মিশবে৷ তার ফলে বাড়িঘর নিচে ধসে যাবে৷

পুরীর সমুদ্রে স্নান করতে গেলে পায়ের নিচ থেকে যেমন বালি সরে যায়, ঠিক তেমনই অবস্থা হবে৷ কলকাতার পায়ের নিচ থেকে নরম মাটি সরে যাবে এবং কলকাতা বসে যাবে নিচে৷ ৪৩৫ বর্গ কিলোমিটার জুড়ে ৩৫০টি জায়গায় বোরওয়েল তৈরি করে, নানাভাবে পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল গবেষক দল৷

তারপর আট বছর কেটে গেছে৷ এই ভয়াবহ ছবি সামনে আসার পরেও কি কোনো পরিবর্তন হয়েছে?  একের পর এক বহুতল বাড়ি তৈরি হচ্ছে, সল্টলেক ও রাজারহাট সহ বিপজ্জনক এলাকায় একের পর এক নির্মাণ হচ্ছে, সেখানে কি ভূমিকম্প-রোধক ব্যবস্থা নেয়া হচ্ছে? মনে হয় না৷

আরেকটি সমীক্ষার কথায় আসি৷ যে সমীক্ষা বলছে, কলকাতায় মাত্র সাত শতাংশ বাড়িতে ভূমিকম্প নিরোধক ব্যবস্থা ঠিকভাবে আছে৷ বড় ভূমিকম্প হলে ৩৪ শতাংশ বাড়ির মাঝারিমাপের ক্ষতি হবে, ২৬ শতাংশ বাড়ি ধসে যেতে পারে, ১৮ শতাংশ বাড়ির প্রভূত ক্ষতি হবে, ১৫ শতাংশ বাড়ির সামান্য ক্ষতি হবে৷ (ডব্লিউবিডিএমডি ডট গভডট ইন)৷

কিন্তু তারপরেও সরকার বা সাধারণ মানুষের কোনো হেলদোল হয় না৷ তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের খবর পড়ে তাদের আতঙ্ক হয়৷ তবে তা খুবই ক্ষণস্থায়ী৷ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কলকাতার ৯০ শতাংশ মানুষ মনেই করেন না, কলকাতা ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে আছে৷ তারা নিজেদের ভূমিকম্পের হাত থেকে নিরাপদ মনে করে বসে আছেন৷ অথচ, কেন্দ্রীয় সরকার যে ভূমিকম্প জোন চিহ্নিত করেছে, তাতে কলকাতার কিছু এলাকা নিরাপদ দেখানো আছে৷ কিন্তু অনেক এলাকা পাঁচ নম্বর বা ভূমিকম্পের সর্বোচ্চ জোনে আছে, অনেক এলাকা চার নম্বর জোনে আছে৷ এইটুকু সচেতনতা যেখানে নেই, সেখানকার মানুষদের সম্পর্কে একটা কথাই বলতে হয়, আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করা ভালো, কিন্তু যেদিন অগ্নুৎপাত হবে, সেদিন পুরোটা ধ্বংস হয়ে যাবে৷ তাই দয়া করে নীরোর মতো বেহালা না বাজিয়ে আগে থেকে সতর্ক হয়ে প্রয়োজনীয় বিধি মেনে বাড়ি করলে শহরটা বাঁচতে পারে৷ নাহলে কলকাতার অবস্থা সিরিয়া-তুরস্কের মতো হলে বলার কিছু নেই৷

রাজধানী দিল্লির হাল

কলকাতার মতো অসচেতনতার লড়াইয়ে দিল্লিও পিছিয়ে নেই৷ ফারাক একটাই, দিল্লির মানুষ জানেন, তারা ভূমিকম্পপ্রবণ এলাকায় মধ্য়ে আছেন৷ বিশেষ করে দিল্লির প্রতিবেশী শহর গুড়গাঁও, নয়ডার মতো শহরগুলি তো হাই রিস্ক এলাকায় আছে৷ তারপরেও প্রশাসন বা মানুষ কারোর কোনো চিন্তা নেই, হেলদোল নেই৷

ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানাচ্ছে, দিল্লি আছে ভূমিকম্পের চার নম্বর বা হাই রিস্ক জোনে৷ যে জোনে বড়সড় ভূমিকম্প হতে পারে৷ গত একবছরের মধ্যে দিল্লি অনেকবার কেঁপেছে৷ তবে কোনওটাই বড় ভূমিকম্প ছিল না৷ তাই শহরের ক্ষতি হয়নি৷

ভারতের দিল্লির ছবি৷
২০১৯ সালে ইন্ডিয়া টুডে-রিপোর্ট বলছে, দিল্লির ৯০ শতাংশ বাড়িই প্রবল ভূমিকম্প সহ্য করতে পারবে না৷ছবি: Stuart Freedman

বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে বড় ভূমিকম্প তো হতেই পারে, তার উপর হিমালয়ে ভূমিকম্প হলে, দিল্লিতে তার ব্য়াপক প্রভাব পড়তে পারে৷

এরকম ভূমিকম্প হলে কি হবে? দিল্লির বাড়িগুলি কি ওই ভূমিকম্প সহ্য করে খাড়া থাকতে পারবে? এককথায় জবাব হলো, না, পারবে না৷ ২০১৯ সালে ইন্ডিয়া টুডে-রিপোর্ট বলছে, দিল্লির ৯০ শতাংশ বাড়িই প্রবল ভূমিকম্প সহ্য করতে পারবে না৷ সমানে বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু ভূমিকম্পের জন্য কোনো ব্যবস্থাই সেখানে নেয়া হয় না৷

দিল্লিতে বিল্ডাররা মাস পাঁচেক বা খুব বেশি হলে ছয় মাসের মধ্যে একটি বাড়ি ভেঙে পাঁচতলা বাড়ি তৈরি করেন৷ তারা পুরসভাকে জরিমানা দিয়ে পুরো জমির উপর বাড়ি করেন৷ এক সেন্টিমিটার জায়গাও ছাড়েন না৷  আর তারা এতটা দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন যে, তাতে ভূমিকম্প রোধ করা দূরে থাক, কোনো কিছু রোধের ব্যবস্থাই থাকে না৷

আর নিয়ম থাকলেই বা কী হবে৷ এই উপমহাদেশে তো নিয়ম ভাঙাটাই হলো নিয়ম৷

পুরনো দিল্লির অনেক বাড়ির আয়ু কার্যত শেষ হয়ে গেছে৷ কিন্তু অত্যন্ত ঘিঞ্জি পুরনো দিল্লিতে সেই পুরনো বাড়িগুলো দিব্য়ি আছে৷ ভূমিকম্প হলে তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে৷

গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লি
গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লিছবি: privat

দিল্লির নতুন উপনগরী দ্বারকার সমস্যা অন্য৷ এখানে জলের মান খুব খারাপ৷ সেই জল দিয়ে বানানো বাড়ির আয়ু স্বাভাবিক বাড়ির অর্ধেক৷ দ্বারকাতে একের পর এক আবাসন রয়েছে৷ প্রচুর মানুষ বাস করছেন৷ সমস্য়া একটাই৷ তাদের বাড়ির আয়ু দ্রুত কমছে৷ একবার বড় ভূমিকম্পের মুখে পড়লে সেগুলির অবস্থা কী হবে কেউ জানে না৷

তাহলে কী করা দরকার?

সিরিয়া-তুরস্কে ভূমিকম্পের পর একাধিক বিশেষজ্ঞ বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের রায় দিয়েছেন৷ তারা যা বলেছেন, তার মোদ্দা কথা হলো, প্রথমে সমস্য়াটা বুঝতে হবে৷ ভূমিকম্প কতটা ক্ষতি করতে পারে তা নির্ধারণ করতে হবে, তারপর সরকারকে একটা নীতি নিতে হবে৷ সেই নীতি সরকারি ও বেসরকারি নির্মাণের ক্ষেত্রে কঠোরভাবে চালু করতে হবে৷

ভূমিকম্প এখন হচ্ছে না, ঠিক আছে৷ কিন্তু সিরিয়া-তুরস্কের মতো একবার হলে তখন পরিস্থিতি ভয়াবহ হতে পারে৷ আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে৷ কোটি কোটি মানুষের জীবনসংশয় হবে৷

সরকারি তথ্য বলছে, ভারতের ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্প-প্রধান এলাকার মধ্যে আছে৷ ফলে সাধু সাবধান৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিটি দেশে পড়ছে৷ এতদিন প্রকৃতির উপর অকথ্য অত্যাচার চালিয়েছে মানুষ৷ এবার প্রকৃতি তার প্রতিশোধ নিতে চলেছে৷ তাই ভয়ংকর বন্যা হচ্ছে, দাবানলের গ্রাসে চলে যাচ্ছে বনভূমি, ভূমিকম্পের ভয়াল রূপ আমরা দেখছি৷ পাহাড়ে ধস নামছে অহরহ৷ এগুলো স্বাভাবিক ঘটনা, কিন্তু অস্বাভাবিক রূপ নিচ্ছে৷ এখনো যদি সচেতনতা না আসে, তাহলে যে কোনো দিন গুঁড়িয়ে যাবে, ধসে যাবে আমাদের এই সাধের দিল্লি, কলকাতা-সহ ভারতের বহু শহর৷