বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৯ বছর: ৩২ নম্বরে যে চিত্র দেখা গেল
শ্রদ্ধা জানাতে আসাদের ধরপাকড়-মারধর, মোবাইল ফোনে তল্লাশি, সাংবাদিক ও সাধারণ মানুষকে ছবি তুলতে বাধাদান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা; এমন চিত্র ছিল ১৫ আগস্ট সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর-এ৷ দেখুন ছবিঘরে...
কাঁটাতার ঘেরা ৩২ নম্বর
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের দুই পাশের প্রবেশপথে কাঁটাতারের বেড়া দেয়া ছিল৷ তা পেরিয়ে সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না৷
বাইরে বাধাদানকারীরা
কাঁটাতারের বাইরে সকাল থেকে একদল মানুষকে লাঠি, বাঁশ, পাইপ হাতে অবস্থান নিতে দেখা যায়৷ গোটা এলাকাটি ছিল তাদের নিয়ন্ত্রণে৷
শ্রদ্ধা জানাতে গেলে আটক
সকাল থেকেই বঙ্গবন্ধুর বাড়ির দিকে কেউ যাওয়ার চেষ্টা করলে বা কাউকে সন্দেহ হলে তাদের আটক করা হয়৷ আটকের পর ৩২ নম্বরের বিপরীতে নিউ মডেল ডিগ্রি কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয় তাদের৷ দুপুরের পরে সেনাসদস্যরা আটককৃতদের উদ্ধার করে নিয়ে যায়৷
মারধর
বঙ্গবন্ধু জাদুঘরের দিকে যাওয়ার চেষ্টা করায় কয়েকজনকে মারধর করা হয়৷ আওয়ামী লীগ সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের সময় এই ছবিটি তোলা৷
মারধরের পর
মারধরের পর তাদেরকে রিকশায় তুলে দিতে দেখা যায়৷ এই ছবিটি সাড়ে দশটা নাগাদ তোলা৷
ছবি তুলতে মানা
সকালের দিকে রিক্সায় মাইক লাগিয়ে, হ্যান্ডমাইকের সাহায্যে এবং ব্যক্তিগতভাবে এসেও সাংবাদিকদের ছবি তুলতে বা ভিডিও করতে নিষেধ করেন অবস্থানকারীরা৷ সাড়ে দশটার পরে সাংবাদিকদের বাধা না দিলেও সাধারণ মানুষকে নিষেধ করা হয়৷ ছবিটি মেট্রো শপিং মলের সামনে ফুট ওভারব্রিজে অবস্থানরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে এক ব্যক্তির শাসানোর মুহূর্তে তোলা৷ পরে সেখান থেকে সাংবাদিকদের নীচে নামতে বাধ্য করা হয়৷
যানবাহনেও তল্লাশি
বাস বা ব্যাক্তিগত গাড়ি থেকে কেউ ভিডিও বা ছবি ধারণ করলেই থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ শুক্রাবাদ সড়কে লাঠি হাতে একদল মানুষ বাস থামিয়ে এমন কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা করছিলেন৷
আওয়ামী লীগ কর্মীদের খোঁজে
অবস্থানকারীরা সেখানে আগতদের আইডি কার্ড, এমনকি মোবাইল ফোনে তল্লাশি চালান৷ কারো সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করেন৷
নিষ্ক্রিয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ধানমন্ডি ৩২ নম্বরের আশেপাশে ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি৷ কিন্তু তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি৷
শিক্ষার্থী এবং অন্যান্য
শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিংমলের সামনে অবস্থান নেন অনেক শিক্ষার্থী৷ শিক্ষার্থী ছাড়া বিভিন্ন বয়সি অন্যদেরও দেখা যায় সেখানে৷ তাদের হাতেও ছিল সবুজ রংয়ের লাঠি৷
ভেতরের চিত্র
এটি বুধবার বিকালে ধানমন্ডি ৩২ নাম্বার-এ জাদুঘরের বিপরীতে বঙ্গবন্ধুর ম্যুরালের চিত্র৷ আওয়ামী লীগ শাসনামলে ১৫ আগস্ট এখানেই ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার বঙ্গবন্ধুর ভক্তরা৷ এবার সেই চিত্র দেখা যায়নি৷