1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলার মেয়াদ

৩ ফেব্রুয়ারি ২০১২

বই মেলার আজ তৃতীয় দিন৷ প্রথম দুই দিনে মেলায় কেমন হয়েছে দর্শকের সমাগম, কেমন হচ্ছে বইয়ের বিক্রি? এই বিষয়গুলো নিয়েই ডয়চে ভেলের সঙ্গে কথা বললেন আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি৷

https://p.dw.com/p/13vh8
ফাইল ছবিছবি: DW / Harun-ur-Rashid Swapan

বই মেলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে স্থানান্তরিত করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ৷ কিন্তু স্থানান্তরের এই আশ্বাস আদৌ বাস্তবায়িত হবে কি না - তা নিয়ে সন্দিহান প্রকাশকেরা৷

শুক্রবার ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে এই সন্দেহের কথা প্রকাশ করেন আগামী প্রকাশনীর কর্ণধার ওসমার গনি৷

বাংলা একাডেমী প্রাঙ্গনে বই মেলার স্থান সংকুলান হচ্ছে না৷ ফলে মেলাটি অন্য কোথাও স্থানান্তরের দাবি ওঠে কবি, লেখক, সাহিত্যিক ও প্রকাশকদের পক্ষ থেকে৷

মেলা স্থানান্তর বিষয়ে এবছর বই মেলার উদ্বাধনী অনুষ্ঠানে আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু গত কয়েক বছর ধরে কর্তৃপক্ষ এধরণের প্রতিশ্রুতি দিয়ে আসলেও, তার কোনো বাস্তবায়ন হয় না৷ ফলে এবছর কর্তৃপক্ষ যে হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে৷ তাই এবারের দেয়া আশ্বাস প্রকৃত বাস্তবায়ন হবে কি না - সে বিষয়ে প্রকাশকেরা নিশ্চত নন সাক্ষাতকারে বলেন ওসমান গণি৷

ওসমান গণি আরো বলেন যে, যদি সত্যিকারেই মেলাটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সরিয়ে নেয় কর্তৃপক্ষ তাহলে এই মেলার পরিসর আরো বাড়বে, বাড়বে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা এবং মেলার পরিবেশ হবে সুন্দর৷

সাক্ষাৎকার: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য