1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইপ্রেমীরা ভীড় করেছিল শেষ দুপুর থেকে

দেবারতি গুহ৩০ জানুয়ারি ২০০৯

৩৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বৃহস্পতিবার বইপ্রেমীরা ভীড় করেছিলেন শেষ দুপুর থেকে৷ জমেছিল আড্ডাও৷ তবে এতো কিছুর মধ্যেও যে প্রশ্নটা বার বার মানুষদের ভাবাচ্ছে, তা হলো – আগামী বছর কোথায় হবে এই বইমেলা?

https://p.dw.com/p/Gjr2
Kolkata Book Fair 2009ছবি: DW

বইমেলা কোথায় হবে – সে সম্পর্কিত মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাডমিটেড হয় গত মে মাসে৷ কিন্তু এখনও সে মামলার কোন রায় বের হয়নি৷ আর কতো দিন ? কবে নাগাদ কলকাতার মানুষ পাবে এর সঠিক উত্তর ? পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানালেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পাওয়া যাবে তার উত্তর৷

Kolkata Book Fair 2009
কলকাতা বই মেলায় বাংলাদেশের অংশগ্রহণছবি: DW

পরিবেশবাদীদের বিরুদ্ধে ময়দানে ফিরে যাওয়ার এই যে মামলাটি গিল্ডের তরফ থেকে করা হয়েছিল –তার শুনানি সম্পর্কে গিল্ড কর্তৃপক্ষ কিন্তু অত্যন্ত ইতিবাচক৷ অবশ্য, মামলার রায় যদি নেতিবাচক হয় – তবে মিলন মেলাই কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্থায়ী ঠিকানা হবে বলে জানালেন তিনি৷ যদিও অন্য মহলের খবর, ময়দানে আবারো বইমেলা কিছুতেই হতে দেবে না সেনাবাহিনী৷

এদিকে, তৃতীয় দিনেও বহু স্টল তৈরি হওয়ার কাজ বাকি রয়ে গেছে কলকাতা বইমেলায়৷ অর্থাৎ কলকাতা বইমেলার নতুন ঠিকানা – এই মিলন মেলা প্রাঙ্গন জুড়ে চলছে কাঠামো তৈরির শেষ প্রস্তুতি৷ চলছে স্টলের সামনের রাস্তাগুলিতে মাটি ফেলে সমান করার কাজও৷

তবে প্রবেশ মূল্য নেওয়া শুরু হয়ে গেছে বৃহস্পতিবার, মেলা প্রাঙ্গনের ৩৮-টি কাউন্টার থেকে৷ কিন্তু তারপরও, যানজট কাটিয়ে মানুষের দঙ্গল ঘুরে বেড়াচ্ছে, কিনছে বই, খুঁজছে তাদের প্রিয় কবি-সাহিত্যিকদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য