1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সকে হারিয়ে রাগবি বিশ্বকাপ শিরোপা জিতল স্বাগতিকরা

২৩ অক্টোবর ২০১১

রাগবি বিশ্বকাপ ২০১১ আসরের চূড়ান্ত খেলায় ফ্রান্সকে ৮-৭ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করল স্বাগতিক নিউজিল্যান্ড৷ এদিকে, বিশ্বকাপে দলের ব্যর্থতার পর আন্তর্জাতিক রাগবি থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ড দলের অধিনায়ক লুই মুডি৷

https://p.dw.com/p/12xFc
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচ (ফাইল ফটো)ছবি: AP

এডেন পার্কের মাঠে রবিবার ৮-৭ পয়েন্টে ফ্রান্সকে হারিয়ে ২৪ বছর পর আবারও উইলিয়াম উয়েব এলিস কাপ ঘরে তুলল নিউজিল্যান্ড৷ ১৯৮৭ সালে অভিষেক আসরে প্রথম রাগবি বিশ্বকাপের শিরোপা ছুঁয়েছিল নিউজিল্যান্ড৷ তখনও অকল্যান্ডের মাঠে ফ্রান্সের বিরুদ্ধেই তাদের লড়তে হয়েছিল শিরোপার লড়াইয়ে৷ তবে সেবার নিউজিল্যান্ড জয় পেয়েছিল ২৯-৯ পয়েন্টে৷ আবারও সেই ফ্রান্সকে হারিয়ে দু'বারের শিরোপা জয়ী দলের খাতায় যোগ করল নিজেদের নাম৷ রাগবি বিশ্বকাপে দুইবারের শিরোপা জয়ী তৃতীয় দল হলো নিউজিল্যান্ড৷

এছাড়া রাগবি বিশ্বকাপের ফাইনালে এতো অল্প পয়েন্ট অর্জনের ক্ষেত্রেও বিশ্ব রেকর্ড গড়ল নিউজিল্যান্ড ও ফ্রান্স৷ এর আগে ১৯৯১ সালের ফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলায় মোট পয়েন্ট উঠেছিল মাত্র ১৮৷ কিন্তু এবার সেই রেকর্ড নেমে গেল ১৫ পয়েন্টের ঘরে৷

এদিকে, ২০০৩ সালে ইংল্যান্ডকে রাগবি বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন লুই মুডি৷ এছাড়া ৭১টা টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন এই রাগবি তারকা৷ তবে চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৯-১২ পয়েন্টে ফ্রান্সের কাছে হারতে হয়েছে মুডির দলকে৷ সম্ভবত এই ব্যর্থতার পর থেকেই মুডির মাথায় ঘুরপাক খেতে থাকে অবসরের চিন্তা৷ তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের দিনই জানিয়ে দিলেন তাঁর কঠিন সিদ্ধান্তটি৷

তিনি নিজেও স্বীকার করেছেন যে, এই সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল তাঁর পক্ষে৷ এই সিদ্ধান্তের সাথে জড়িয়ে রয়েছে গভীর আবেগ-অনুভূতি৷ তবুও তিনি এই সিদ্ধান্তে অটল থাকতে চান৷ ‘দ্য মেইল' পত্রিকার রবিবারের সংখ্যায় মুডি লিখেছেন, ‘‘আমার মনে হয় যে, এই বিশ্বকাপ শুরুর আগেই এই সিদ্ধান্ত নিতে পারতাম৷ তবে এটা একটা বড় সিদ্ধান্ত এবং আমি এ সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগে ভারাক্রান্ত হয়ে পড়েছি৷ তবুও আমার জন্য এবং ইংল্যান্ড রাগবি দলের জন্য এটাই সঠিক বলে আমি মনে করছি৷''

তিনি আরো বলেন, ‘‘ইংল্যান্ড দল যদি চার বছর পরের বিশ্বকাপ রাগবিতে সাফল্য পেতে চায় তাহলে আগামী ফেব্রুয়ারি মাসেই একজন নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া উচিত৷ যাতে করে ২০১৫ সালের বিশ্বকাপ আসরের জন্য দল ঠিকঠাক প্রস্তুত হতে পারে৷'' অবশ্য কোচ মার্টিন জনসনের ব্যাপারে বেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মুডি৷ জনসন ইংল্যান্ড দলের কোচ হিসেবে বহাল থাকুন, সেটিই প্রত্যাশা মুডির৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম