1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা আগামী বছর রাশিয়ায়

রিয়াজুল ইসলাম৯ নভেম্বর ২০০৮

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা আগামী বছর রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হবে৷ আজ মিসরের শার্ম আল শেখে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের এক সম্মেলন শেষে এ ঘোষণা দেয়া হয়৷

https://p.dw.com/p/FqOH
ছবি: AP

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা তাদের মধ্যকার শান্তি আলোচনার প্রতি সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন৷ কারণ গত বছর যুক্তরাষ্ট্রের আনাপোলিসে যে শান্তি আলোচনা শুরু হয়েছিলো তার চুড়ান্ত কোন পরিণতি এ বছরের মধ্যে হবে না বলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন তারা৷

এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতাকারীরা আজ মিসরের শার্ম আল শেখ এ অনুষ্ঠিত এক সম্মেলনে মিলিত হয়েছিলেন৷ মধ্যস্থতাকারীদের দলের মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজ্জা রাইস, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ তারা ফিলিস্তিন ও ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন৷ সেখানে তারা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য মস্কোকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেন৷

সম্মেলন শেষে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ তিনি জানিয়েছেন চলমান শান্তি আলোচনার প্রক্রিয়ার বিষয়টি এগিয়ে নিতে সব পক্ষই একমত হয়েছে৷ তিনি বলেন, সব পক্ষই আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন নীতিতে একমত প্রকাশ করেছে৷ এর মধ্যে রয়েছে অব্যাহত দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়া৷ এছাড়া সবাই কোন বিষয়ে একমত না হলে তা চুড়ান্ত বলে বিবেচিত না হওয়ার নীতিতেও সকলে একমত হয়েছে৷

এর আগে সম্মেলন চলাকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী সিপি লিভনি মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেন৷ তারা শান্তি আলোচনার বিষয়ে নানা দিক তুলে ধরেন৷ আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজ্জা রাইস সাংবাদিকদের বলেন, আমরা দু পক্ষের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো তারা আনাপোলিসে শুরু হওয়া শান্তি প্রক্রিয়াতে বিশ্বাস করে৷ এবং এটাই সবচে গুরুত্বপুর্ণ৷

উল্লেখ্য, চলতি সপ্তাহে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের মেয়াদ শেষ হওয়ার আগে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই৷