ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলে প্রবেশের হুমকি এর্দোয়ানের
২৯ জুলাই ২০২৪রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান বলেন, ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক, যেমনটা এর আগে লিবিয়া ও নাগোর্নো-কারাবাখ অঞ্চলে করেছিল৷ কিন্তু সেখানে গিয়ে কেমন অভিযান চালাবে তারা বা তাদের ভূমিকা কী হবে, তা স্পষ্ট করেননি তিনি৷
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণলায়ের কাজের প্রশংসা করতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন এর্দোয়ান৷ আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কড়া সমালচক তিনি৷
নিজের শহর রিজেতে তার দল একে পার্টির একটি বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমাদের খুব শক্ত থাকতে হবে যাতে ইসরায়েল এমন উদ্ভট কাজ ফিলিস্তিনে না করতে পারে৷ যেভাবে আমরা কারাবাখে ঢুকলাম, যেভাবে আমরা লিবিয়াতে প্রবেশ করেছি, তেমনই কিছু আমরা সেখানে করতে পারি৷''
টেলিভিশনে সম্প্রচার করা এই বক্তব্যে এর্দোয়ান আরো বলেন, ‘‘আমাদের এমন কাজ না করতে পারার কোনো কারণ নেই৷ এই পথে এগোতে আমাদের দৃঢ় থাকতে হবে৷''
যে প্রসঙ্গ তুলছেন এর্দোয়ান
২০২০ সালে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড অফ লিবিয়া সরকারের পক্ষে লড়তে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক৷
বর্তমানে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহকেও সমর্থন করে তুরস্ক৷
নাগোর্নো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে তুরস্কের কোনো ভূমিকা নেই, এমনটাই এত দিন যাবত বলে আসছিল এর্দোয়ান সরকার৷ কিন্তু গত বছর তুরস্ক জানায়, বন্ধু পক্ষের সমর্থনে তারা ‘সকল পন্থা' অবলম্বন করছে৷
এসএস/এসিবি (রয়টার্স)