ফিনল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, আটক ১২ বছরের শিশু
মঙ্গলবার ফিনল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় এক শিশু নিহত ও দুই শিশু গুরুতর আহত হয়েছে৷ জড়িত সন্দেহে ১২ বছরের এক শিশুকে আটক করেছে পুলিশ৷
যেখানে ঘটনা
ফিনল্যান্ডের ভান্টা নামের শহরে ভিয়েরটোলা বিদ্যালয়ে ২ এপ্রিল বন্দুক হামলার ঘটনাটি ঘটে৷ ছবিতে স্কুল প্রাঙ্গনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে৷ এই ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছে৷
‘শিশুটি আর বাড়ি ফিরবে না’
শিক্ষামন্ত্রী আনা মালিয়া হেনরিকসন সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ তিনি বলেন ‘‘১২ বছরের এক শিশু আর কখনও স্কুল থেকে বাড়ি ফিরে যাবে না৷’’ বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে এ ধরনের বন্দুক হামলার ঘটনা সম্প্রতি ঘটেনি৷
আহতদের অবস্থা
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ও হতাহত তিনজনই একই গ্রেডের শিক্ষার্থী৷ অপরাধ বিষয়ক কমিশনার মার্কো সার্কা জানান, হাসপাতালে যে দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের উভয়ের অবস্থাই গুরুতর৷
পরিণতি
সন্দেহভাজনের পক্ষে এখনও কেউ কথা বলেনি৷ পুলিশ জানিয়েছে তাকে সামাজিক সেবা দপ্তরের তত্ত্বাবধানে রাখা হবে৷ কারণ, ফিনল্যান্ডের আইন অনুযায়ী শিশুদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা যায় না৷ পুলিশ জানিয়েছে, তার বহনকৃত অস্ত্রটি এক আত্মীয়ের নামে লাইসেন্সকৃত৷
প্রধানমন্ত্রীর আহ্বান
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো এই হামলাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেছেন৷ তিনি অভিভাবকদের উদ্দেশে তাদের শিশুদের মন থেকেকে আরো হামলার ভয় দূর করার আহ্বান জানিয়েছেন৷ অর্পো বলেন, ‘‘আমি ফিনল্যান্ডের সব শিশু ও তরুণদের বলতে চাই- এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ফিনিশ কর্তৃপক্ষ ও স্কুলের কর্মীরা তাদের প্রতিদিনের সাধ্যের মধ্যে সবকিছু করবে৷’’ এই ঘটনায় বুধবার জাতীয় শোক পালন করেছে ফিনল্যান্ড৷
আটক এক
স্কুল থেকে চার কিলোমিটার দূরে কোনো ধরনের সহিংসতা ছাড়াই সন্দেহভাজন এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃত ও হতাহতদের সবাই ১২ বছরের ফিনিশ ছাত্র৷ তাদের বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ৷ গ্রেপ্তারকৃত শিশু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার কথা শিকার করেছে বলে জানিয়েছে তারা৷ (ফাইল ছবি)
পরিণতি
সন্দেহভাজনের পক্ষে এখনও কেউ কথা বলেনি৷ পুলিশ জানিয়েছে তাকে সামাজিক সেবা দপ্তরের তত্ত্বাবধানে রাখা হবে৷ কারণ, ফিনল্যান্ডের আইন অনুযায়ী শিশুদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা যায় না৷ পুলিশ জানিয়েছে, তার বহনকৃত অস্ত্রটি এক আত্মীয়ের নামে লাইসেন্সকৃত৷
ফিনল্যান্ডের শিক্ষাঙ্গনে সহিংসতার অতীত
২০০৭ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির কাছে এক শিক্ষার্থী স্কুলে গুলি চালিয়ে অপর ছয় শিক্ষার্থী, স্কুলের নার্স, প্রিন্সিপালকে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে৷ ২০০৮ সালে উত্তর-পূর্ব ফিনল্যান্ডে একটি কারিগরি বিদ্যালয়ে আরেক শিক্ষার্থী বন্দুক দিয়ে আত্মহত্যার আগে নয় শিক্ষার্থী ও এক কর্মীকে গুলি করে হত্যা করে৷
বন্দুক আইন
এসব ঘটনার পর ফিনল্যান্ডে ২০১০ সালে বন্দুক আইনে পরিবর্তন আনা হয়৷ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়ার আগে বিশেষ পরীক্ষা নেয়ার পদ্ধতি চালু করা হয়৷ ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২০ করা হয়৷ দেশটিতে প্রায় চার লাখ ৩০ হাজার জনের ১৫ লাখের বেশি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আছে৷ শিকার ও টার্গেট শুটিংয়ের জন্য বন্দুকের জনপ্রিয়তা রয়েছে ফিনল্যান্ডে৷