ফার্নিচার যখন গাছে ফলে
১৭ ডিসেম্বর ২০১৫ব্রিটেনের ডার্বিশায়ার কাউন্টির এই বাগানটি হল গেভিন মনরো-র ছুতোরের দোকানের কেন্দ্রবিন্দু৷ গেভিন আসবাবপত্র ডিজাইন করে থাকেন৷ তাঁর আসবাবপত্র ‘গজায়' এই বাগানে! গাছপালা আসবাবপত্রের আকারে বেড়ে ওঠে! গেভিন বললেন: ‘‘কোনো কোনো গাছ চেয়ারের পেছন দিকটা তৈরি করার জন্য ভালো৷ যেখানে আর একটু বেশি জায়গা আছে, যেমন এই গাছটা, এটা দিয়ে একটা টেবিল তৈরি হতে পারে৷ আসলে ডিজাইনটা খুঁজে নিতে হয়৷''
তক্তা কাটা বা আঠা দিয়ে পাত জোড়া দেওয়ার মতো কোনো ব্যাপার নেই এখানে৷ গেভিন তাঁর চেয়ার-টেবিল টাটকা শাকসবজির মতো বাগান থেকেই তুলে আনেন৷ যেন তাঁর ছোটবেলার স্বপ্ন সফল হয়েছে৷ গেভিন বলেন, ‘‘আইডিয়াটার শুরু বোধহয় আমি যখন খুব ছোট ছিলাম আর মা পেছনের বাগানে বনসাই গাছ লাগাতেন, তখন৷ সেরকম একটা গাছ ছাঁটা হয়নি বলে বড় হয়ে গিয়ে সিংহাসনের মতো দেখাচ্ছিল৷ সেই ছবিটা আমার মাথায় রয়ে গিয়েছিল৷ এটা সেইরকম একটা ছবি৷ আমি হয়তো এইরকম কিছু একটা ভাবছিলাম বেশ অনেকদিন ধরে৷''
গেভিনের বাগানে আজ চারশো গাছ, মানে চারশো নানা ধরনের আসবাবপত্র গজিয়ে উঠছে৷ তার আর প্লাস্টিকের ফর্ম দিয়ে গেভিন গাছগুলোকে আকৃতি দেন৷ এইভাবেই দেয়ালে টাঙানোর আয়না বা ল্যাম্পশেড গজে ওঠে৷ এ কাজের জন্য উইলো কাঠ ভালো৷ গাছ কাটার পর এক বছর শুকাতে দিতে হয়৷ তারপর ওয়ার্কশপে নিয়ে গিয়ে পালিশ করতে হয়৷ গেভিন শুধু একক সব আসবাব তৈরি করে থাকেন৷ কেননা প্রত্যেকটি গাছ একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী বেড়ে উঠছে৷ গেভিন জানালেন, ‘‘এটা শুরু হয়েছিল একটা আর্ট প্রোজেক্ট হিসেবে৷ ভেবেছিলাম, কয়েকটা জিনিস তৈরি করে দেখা যাক, কি করা যেতে পারে৷ এখন সেটাই একটা ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া হয়ে উঠতে শুরু করেছে, এমন একটা প্রণালী, যেটা রিপিট করা যায়, বিক্রি করা যায়৷ কাজেই এর মধ্যে সব কিছু এসে পড়ছে: আর্ট, গার্ডেনিং, ডিজাইন৷''
জানুয়ারি মাসে গেভিনের প্রথম টেবিল ‘পেকে উঠবে', গাছ লাগানোর পাক্কা দশ বছর পরে!