1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁকা ঢাকার বিনোদন আর ঈদের ক্রিকেট

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ জুন ২০১৯

ঈদের বিনোদন বলতে শিশুদের নিয়ে মা-বাবার বিনোদনের স্পটগুলোতে ঘুরে বেড়ানো৷ টিভিতে ঈদের অনুষ্ঠান দেখা৷ এখন কিছু স্পোর্টস জোনও হয়েছে শিশুদের৷ যোগ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ৷ সবার উপরে ফাঁকা ঢাকাই নাকি বড় বিনোদন৷

https://p.dw.com/p/3Jp9e
Bangladesch Dhaka Rückreise Stadtbewohner Eid-ul-Fitr Fest
ছবি: DW/M. Rahman

শিশুদের জন্য ঢাকায় শিশু পার্ক ছাড়া আর কোনো তেমন বিনোদন কেন্দ্র নাই৷ ঢাকার আশপাশে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে কয়েকটি থিম পার্ক৷ আর ঢাকায় রয়েছে বেশ কিছু ইনডোর স্পোর্টস জোন, যা অনেক খরচের ব্যাপার৷ এর বাইরে সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যানেও ঈদে ভিড় করেন নগরাসী৷

ঈদে যে ঢাকা ফাঁকা থাকে এটাই ঈদের বড় বিনোদন: ফাহমিদা আক্তার

ঢাকার মোহাম্মদপুরের ফাহমিদা আক্তার অবশ্য ঈদের সময় স্বামী-সন্তান নিয়ে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাসায় যেতেই পছন্দ করেন৷ তিনি বলেন, ‘‘এই সময়টাতে ঢাকার রাস্তা ঘাট ফাঁকা থাকে৷ যানজট থাকে না৷ ফলে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়৷ আমি তাই এই সময়টি বেছে নিই সবার বাসায় যাওয়ার জন্য৷ আমার কাছে মনে হয় ঈদে যে ঢাকা ফাঁকা থাকে এটাই ঈদের বড় বিনোদন৷''

তিনি বলেন,‘এই সময়ে সন্তানদের নিয়ে বিনোদন কেন্দ্র বা পার্কে আমি সাধারণত যাই না৷ কারণ ওই সব জায়গায় প্রচন্ড ভিড় থাকে৷''

তবে শিশুদের আবেদনকে উপেক্ষা করতে পারেন না অনেকেই৷ ধানমন্ডির রফিকুল ইসলাম বলেন,‘ঈদে ঢাকায়ই আছি৷ আর সারাবছর যেহেতু বাচ্চাদের নিয়ে তেমন কোথাও যেতে পারি না তাই ঈদের সময় ওদের নিয়ে পার্কে যাই৷ স্পোর্টস জোনে যাই৷ ওরা উপভোগ করে৷ এই সময়ে চলাচলও সহজ রাস্তা ফাঁকা থাকে৷ সেই সুযোগটি কাজে লাগাই৷''

ঈদের সময় ফাঁকা রাস্তায় দল বেধে মটরবাইক চালাই, এটা আমাদের বিনোদন:জেসমিন লিপি

ঢাকার ফাঁকা রাস্তায়ও ঘুরে বেড়াতে পছন্দ করেন অনেকে৷ কেউ রিক্সায় ঘোরেন, কেউবা গাড়িতে আবার ঢাকায় এখন বাই সাইকেল ব্যবহার বাড়ছে৷ বাই সাইকেলেও ঘোরেন নারী মটরবাইক চালক গত কয়েক বছর ধরে বাড়ছে৷ বিশেষ করে স্কুটি চালক নারী ঢাকায় এখন প্রায়ই চোখে পড়ে৷ সেরকমই এক নারী জেসমিন লিপি৷ তিনি বলেন,‘আমরা যারা স্কুটি বা মোটর বাইক চালাই তারা ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তায় দল বেধে মটরবাইক চালাই৷এটাকে আমরা বিনোদন হিসেবে নিই৷ কারণ সারা বছর ট্রাফিক জ্যাম থাকে৷ অনেক সময় অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হই৷ এই সময়টায় আমরা যেন স্বাধীন। আমরা যারা স্কুটি চালাই তাদের একটা সংগঠনও আছে৷ ঈদের পরদিন আমরা  এক জয়াগায় মিলিত হবো৷ দল বেধে মটরসাইকেল চালাবো৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,‘এখন আর আগের মত টিভিতে ঈদের সিনেমা নাটক দেখার আগ্রহ কমে গেছে, কারণ খুব বেশি বিজ্ঞাপন দেয়া হয়৷ এই সময়টায় ট্রাফিক জ্যাম না থাকায় সহজে চলাফেরা করা যায়, ঘোরাঘুরি করা যায় তাই ঘরে বসে টিভি বিনোদনে আগ্রহ পাই না৷''

এবার চাঁদরাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ তাই অনেকেই এবার এই ম্যাচেই বুঁদ হয়ে থাকবেন৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ দারুন সূচনা করেছে আর তাতে বাংলাদেশ ক্রিকেট জ্বর এখন তুঙ্গে৷ আশা এবার বাংলাদেশের বিশ্বকাপ জয়ের৷ লালমাটিয়ার সুমন আহেদ সাবির বলেন,‘এবার ঈদটা বিশ্বকাপ ক্রিকেটের কারণে অন্যরকম ঈদের দিন সন্ধ্যার পর আমি আর বাইরে থাকবোনা৷ বাংলাদেশের খেলা দেখব৷ এই ম্যাচেও যদি আমরা জিতে যাই তাহলে সেটা হবে এই ঈদের সবচেয়ে বড় আনন্দ৷ আমি এটা কোনোভাবেই মিস করতে চাইনা৷''

বাংলাদেশ এক ম্যাচে জিতে যাওয়ায় আনন্দিত ,ঈদেরদিন ডাবল আনন্দের অপেক্ষায় আছি: সুমন জাহিদ

ঈদের আগে ক্রিকেট, ঈদের পরে ক্রিকেট৷ ক্রিকেট ভক্ত সুমন জাহিদ বলেন,‘এবার ঈদতো ক্রিকেটময়৷ আমরা এরইমধ্যে বাংলাদেশ এক ম্যাচে জিতে যাওয়ায় আগাম ঈদের আনন্দ পেয়েছি৷ এখন ডাবল আনন্দের অপেক্ষায় আছি ঈদের দিন৷''

ঢাকার বিনোদনের স্পটগুলো নতুন করে সাজানো হয়েছে৷ বিশেষ করে ঢাকার আশপাশে বেসরকারি বিনোদন পার্কের রাইড ও গেমগুলো নতুনভাবে প্রস্তুত করা হয়েছে৷ ঢাকায় শিশুদের জন্য ইনডোর  প্লে জোনগুলোও ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত৷ ঈদের দিন ঢাকা শিশুপার্কে একটি নির্দিষ্ট সময়ে পথশিশুদের ফ্রি বিনোদনের সুযোগ  দেয়া হয়েছে৷ চিড়িয়াখানাও প্রস্তুত৷

ঈদে আমরা নতুন দু’টি রাইড সংযোজন করেছি,ফ্যামিলি প্যাকেজও দিচ্ছি: মাহফুজুর রহমান

ফ্যান্টাসি কিংডম-এর ম্যানেজার মাহফুজুর রহমান জানান,‘ঈদে আমরা নতুন দু'টি রাইড সংযোজন করেছি৷ এ্যাক্রোবেট শোসহ নানা শো-এর আয়োজন করেছি৷ আর ভিজিটরদের টিকেটের ওপর থাকছে নানা পুরস্কার৷ আমরা ফ্যামিলি প্যাকেজও দিচ্ছি৷ নিরাপত্তার দিকটিতেও আমরা নজর রেখেছি৷''

ঈদ বিনোদনে  এখন রিসোর্টগুলোও নতুন মাত্রা যোগ করেছে৷ অনেকে পুরো পরিবার নিয়ে ঈদের পরে রিসোর্টে চলে যান৷ তা ঢাকার আশপাশে অথবা দূরে কোথাও৷ কেউ চলে যান কক্সবাজার বা কুয়াকাটা৷ প্রতিবছরই ঈদের সময় কক্সবাজার ও কুয়াকাটায় অনেক ভিড় হয়৷

ফাঁকা ঢাকার বিনোদন বিপদও ডেকে আনতে পারে, দু:খজনক ঘটনাও ঘটে: আবদুল্লাহ আল মামুন

সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিভাগের পরিচালক পরিচালক আবদুল্লাহ আল মামুন ডয়চে ভেলেকে বলেন,‘ঢাকায় শিশুদের বিনোদনের জায়গা খুব কম৷ তারপরও ঈদে যেহেতু ঢাকা ফাঁকা হয়ে যায়৷ অর্ধেকেরও বেশি মানুষ ঢাকা ছাড়েন । তাই শিশুদের বিনোদনের সুযোগ বাড়ে৷ কিন্তু এই সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে, পার্কে শিশুরা নানা হয়রানির শিকার হতে পারে৷ তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে৷ একই সাথে প্লে জোন শিশুদের জন্য কতটা উপযোগী তাও জানতে হবে৷ গেমগুলো শিশুদের উপযোগী কিনা, পরিবেশ ভালো কিনা তা দেখতে হবে৷''

তার মনে,‘জোন গুলোতে যে ফাস্ট মিউজিক বাজানো হয় তা শিশুদের জন্য ক্ষতিকর খাবার নিয়েও প্রশ্ন আছে৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,‘ফাঁকা ঢাকার বিনোদন বিপদও ডেকে আনতে পারে৷ ফাঁকা রাস্তায় জোরে মটরবাইক বা গাড়ি চালানোর কারণে বিনোদন ঝুঁকি তৈরি হয় , দুঃখজনক ঘটনা ঘটে৷''

এবার ঈদে মাত্র তিনটি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে৷ আর পত্রিকাগুলো ঈদ সংখ্যাও বের করেছে৷ রূপালি পর্দাতেও ঈদের বিনোদন খুঁজে পাবেন কেউ কেউ৷