1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান এবং বাহরাইন

৯ জুন ২০১১

অক্টোবর মাসের ৩০ তারিখ বাহরাইনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফর্মূলা ওয়ান রেসের৷ কিন্তু মধ্য প্রাচ্যে আন্দোলনের কারণে, এফ ওয়ান কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেন বাহরাইনে এই রেস অনুষ্টিত হবে কিনা - তা নিয়ে৷

https://p.dw.com/p/11XZ1
২০১০ সালেও বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতাছবি: AP

ওয়ার্ল্ড মোটর স্পোর্ট কাউন্সিল ৩০শে অক্টোবরের ঐ রেসের জন্য বাহরাইনে বেছে নিয়েছিলেন৷ তারা এখনো চাইছেন রেস চালিয়ে যাওয়ার৷ কিন্তু বেঁকে বসেছেন এফ ওয়ান'এর বস৷

ফর্মূলা ওয়ানের বস ব্যার্নি একলেসটন বেশ জোর দিয়েই বলেছেন, এফওয়ান টীমের সবার সঙ্গে কথা বলা প্রয়োজন, সাবর মতামত গ্রহণ জরুরি৷ তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বাহরাইনে ফর্মূলা ওয়ান'এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কি না৷

বাহরাইনের সরকার বিরোধী আন্দোলনের ফলে সেখানে এফ ওয়ান রেস এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কর্তৃপক্ষ৷ বিবিসি'কে দেয়া এক সাক্ষাৎকারে একলেসটন বলেন, ‘‘আশা করছি আমরা অদূর ভবিষ্যতে বাহরাইনে ফিরে যাবো৷ কিন্তু এই মুহূর্তে সেখানে কিছু করা যাচ্ছে না৷ অন্তত পক্ষে টিমের সবার সঙ্গে কথা না বলে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য