1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্টকে ‘বানর' ডেকে গ্রেপ্তার

১০ সেপ্টেম্বর ২০১৮

প্রায় আড়াই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একজন চীনা ব্যবসায়ী তার কেনিয়ান কর্মচারীদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করছেন৷ এক পর্যায়ে কেনিয়ার প্রেসিডেন্টকে ‘বানর' বলে গাল দিলেন তিনি৷ তাকে গ্রেপ্তার করেছে কেনিয়ার পুলিশ৷

https://p.dw.com/p/34bfm
Elfenbeinküste Ponso - der einsamste Schimpanse der Welt
ছবি: Getty Images/AFP/I. Sanogo

চীনা ঐ নাগরিকের নাম লিউ জিয়াকি৷ তিনি চীনা এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করতেন৷ গত বৃহস্পতিবার এই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে কেনিয়া সরকার৷ তার কাজের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাকে তার দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে কেনিয়ার অভিবাসন বিভাগ৷

চীনা ওই নাগরিকের সঙ্গে তার কেনিয়ান কর্মচারীদের বিতণ্ডার এক পর্যায় থেকে ভিডিওটি ধারণ করা হয়৷ সেখানে দেখা যায়, ঐ নাগরিক একের পর এক বর্ণবাদী মন্তব্য করে যাচ্ছেন৷ তিনি বলছেন, ‘‘সব কেনিয়ান বানরের মতো৷ এমনকি উহুরু কেনইয়াতা (কেনিয়ার প্রেসিডেন্ট)৷ সবাই৷''

তখন একজন কর্মচারী বলছেন, ‘‘আপনি তাহলে চীন চলে যান৷'' তখন আরো আগ্রাসী হয়ে লিউ বলেন, ‘‘আমি এখানকার না৷ আমার এখানে ভালোও লাগে না৷ এসব বানরের মতো লোকদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে না৷ এদের গায়ে গন্ধ, এরা গরীব, বোকা ও কালো৷ আমি দেখতে পারি না এদের৷ তোমরা সাদা নও কেন, অ্যামেরিকানদের মতো?''

তিনি তারপর মন্তব্য করেন, কেনিয়ায় তিনি আছেন শুধু ‘টাকার জন্য'৷

ভিডিওটি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়৷ অনেকেই তার শাস্তি দাবি করেন৷ তারা বলেন যে, একে এত সহজে দেশে ফেরত পাঠানো ঠিক হবে না৷

নাইরোবিতে চীনা অ্যাম্বেসির একজন মুখপাত্র বলেন, লিউ'র নিয়োগকর্তা তাঁদের জানিয়েছেন যে, ঘটনাটি গত জুনের৷ এরই মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷ তারা কেনিয়ান সহকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন৷

জেডএ/এসিবি