1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপ ফুটবল হবে মাইলফলক - সেপ ব্লাটার

২৬ জুন ২০১১

জার্মানির রাজধানী বার্লিনে আজ শুরু হচ্ছে প্রমীলা বিশ্বকাপ ফুটবলের আসর৷ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার এখন বার্লিনে৷ সাংবাদিক সম্মেলনে ব্লাটার এই আসরকে মাইলফলক বলে অভিহিত করলেন৷

https://p.dw.com/p/11jbf
Fussball, Fifa Frauen-Weltmeisterschaft Deutschland 2011, Pressekonferenz Fifa, Freitag (24.06.11), Olympiastadion, Berlin: Die deutsche Spielerin Kim Kulig sitzt auf dem Podium. Mit der Kampagne "Live your goals" will die Fifa den Frauenfussball weiter foerdern. +++ Der dapd Sportdienst ist ueber den dapd newsplaner nutzbar. Die kostenlose Freischaltung kann unter www.newsplaner.de beantragt werden +++ Foto: Axel Heimken/dapd
জার্মানিতে শুরু হচ্ছে প্রমীলা বিশ্বকাপ ফুটবলছবি: dapd

প্রমীলা বিশ্বকাপ ফুটবল আসরের জন্য প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আজ৷ প্রস্তুত বার্লিন৷ সেজেছে নানা রঙে আর নানা সাজে৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা - ফিফার প্রধান সেপ ব্লাটার৷ প্রথম দিন মাঠে নামছে নাইজেরিয়া এবং ফ্রান্স৷ এছাড়া ক্যানাডার ফুটবল তারকাদের বিপক্ষে লড়বেন স্বাগতিক জার্মান প্রমীলা ফুটবল তারকারা৷

আসর শুরুর আগে, সাংবাদিক সম্মেলনে প্রমীলা ফুটবল বিশ্বকাপ নিয়ে বেশ আশার কথা শোনালেন ব্লাটার৷ প্রমীলা ফুটবলের জন্য তহবিল বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতে স্পেন পেয়েছিল তিন কোটি ডলার৷ আর সেই আসরের পদকের জন্য মোট তহবিল ছিল ৪২ কোটি ডলার৷ এছাড়া দক্ষিণ আফ্রিকায় যেসব দল গ্রুপ পর্যায়েই ছিটকে পড়েছিল তাদের প্রত্যেকটি দলকে দেওয়া হয়েছিল ৮০ লাখ ডলার করে৷ অথচ প্রমীলা বিশ্বকাপ আসরের পুরস্কারের জন্য তহবিল মাত্র ৬০ লাখ ডলার৷ এতো স্বল্প পরিমাণ তহবিলের জন্য ব্লাটার নিজেও আশ্চর্য বলে জানালেন শনিবার৷ তিনি প্রমীলা ফুটবল আসরের জন্য তহবিলের আকার বাড়ানোর ঘোষণা দেন৷

Swiss FIFA President Joseph Blatter looks on at the 61st FIFA Congress in Zurich, Switzerland, Wednesday, June 1, 2011. (Foto:Michael Probst/AP/dapd)
ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটারছবি: dapd

তিনি আরো বলেন, ‘‘১৯৯৫ সালে আমি যখন বলেছিলাম যে, ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ হলো প্রমীলা আসর, তখন আমি সেটা প্রকৃতপক্ষে বিশ্বাস না করেই বলেছিলাম৷ কিন্তু এখন আমি সত্যিই বিশ্বাস করি যে, আমরা খুব ভালো মানের ফুটবল খেলা দেখবো এই আসরে৷ এছাড়া খেলা পরিচালনার ক্ষেত্রেও আমরা আরো উৎকর্ষ দেখতে পাবো বলে মনে করি৷ এটা হবে একটি মাইলফলক৷''

এদিকে, সাম্প্রতিক কেলেঙ্কারিতে কালিমাযুক্ত হয়ে পড়া ফিফার প্রশ্নবিদ্ধ অবস্থানের কারণে কেউ যেন ফিফা প্রধানের প্রতি অসম্মানজনক মন্তব্য না ছুঁড়ে দেন ভক্তদের প্রতি সেই আহ্বান জানালেন আয়োজক কমিটির প্রধান স্টেফি জোন্স৷ তিনি বলেন, ‘‘আমরা ভালো আয়োজক এবং আমি আশা করি কেউ কোন কটুক্তি কিংবা অপমানজনক শিস দেবেন না৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য