বিয়ের আগে নারীরা এক নতুন ধরনের সার্জারির পেছনে টাকা খরচ করছেন৷ বিশেষ এই সার্জারি নাকি নারীর ‘হাইমেন’ মানে সতীচ্ছদ পর্দা ‘পুনরায় জোড়া লাগিয়ে তাকে কুমারী করে ফেলতে পারে’৷ কিন্তু আসলে কি তা সম্ভব? সতীচ্ছদ পর্দার সঙ্গে নারীর কুমারীত্বর আদৌ কি কোন সম্পর্ক আছে? কিংবা প্রথমবার যৌন মিলনে কি রক্তপাত হয়? চলুন জেনে নেই৷