1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজাপতি যান নিয়ে সৌরবিদ্যুতের প্রচার

২৭ জানুয়ারি ২০২৩

জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে সৌরশক্তির গুরুত্ব নিয়ে কোনো সংশয় নেই৷ কিন্তু সেই শক্তি প্রয়োগের নানা উপায় সবার সামনে স্পষ্ট নয়৷ এক ফরাসি অ্যাক্টিভিস্ট বিশ্ব ভ্রমণ করে এ ক্ষেত্রে আদানপ্রদানের পথ বেছে নিয়েছেন৷

https://p.dw.com/p/4Mmuy
Deutschland Freiburg Solarzellen
ছবি: imago stock&people

পরিবেশ সংরক্ষণের পথপ্রদর্শক হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের লুই পামার তার টিন টন ওজনের সহচরকে নিয়ে পৃথিবী বাঁচানোর স্বপ্ন দেখছেন৷ সেই লক্ষ্য তিনি বিশ্ব সফর করছেন৷ বার্লিনেও পা রেখেছেন তিনি৷

লুই বলেন, ‘‘যারা এই বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছেন, আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই৷ অনেক কোম্পানি ও ব্যক্তির দারুণ সব আইডিয়া রয়েছে৷ আমরা তাদের ভিডিও স্টুডিওতে আমন্ত্রণ জানাই৷ সেখানে ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে দেই৷ বলি দেখো, গোটা বিশ্বে কত সমাধানসূত্র রয়েছে! কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের কারণে পৃথিবী যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তা সত্যি অবিশ্বাস্য৷ অথচ আমাদের কাছে কত সমাধানসূত্র রয়েছে!’’

লুই পামারের সমাধানসূত্র হচ্ছে সোলার বাটারফ্লাই৷ চাকার উপর স্বাবলম্বী ছোট্ট খাঁচা প্রজাপতির মতো ৭০ বর্গ মিটার জুড়ে সৌর প্যানেলের ডানা মেলে ধরতে পারে৷ সেখান থেকে পাওয়া সৌর বিদ্যুৎ দিয়েই সঙ্গের ইলেকট্রিক গাড়িটি চালানো হয়৷ সেটি দিনে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করতে পারে৷ বাকি জ্বালানি যানের মধ্যে ৩০ বর্গ মিটার বড় জায়গায় কাজে লাগে৷ লুই পামার বলেন, ‘‘সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে আমরা শুধু কফি মেশিনই চালাই না, এখানে সব কিছুই সেই বিদ্যুতে চলে৷ অর্থাৎ টিভি স্টুডিও, চুলা, ওভেন, মাইক্রোওয়েভ, শাওয়ার, সব ক্যামেরা, কম্পিউটার-জীবনে যা কিছু দরকার সবই চালানো হয়৷’’

পরিবেশ সুরক্ষায় দুই লাখ কিলোমিটার ভ্রমণের লক্ষ্য যার

লুৎসার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে লুই পামার ১৫ মাস ধরে সেই প্রকল্পের জন্য কাজ করেছেন৷ এটি বিশ্বের প্রথম যান, যা মূলত সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইকেল করে তৈরি করা হয়েছে৷ সব কিছু নির্গমন ছাড়াই কাজ করে৷ বর্তমান সৌরচালিত যানটি সত্যি প্রজাপতির মতো দেখতে৷ পরিবেশ অ্যাক্টিভিস্ট লুই পামার এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘আমরা ইচ্ছা করেই প্রজাপতি বেছে নিয়েছি, কারণ প্রাণী হিসেবে প্রজাপতি নিজের রূপান্তর ঘটাতে পারে৷ শুঁয়োপোকা হিসেবে জীবন শুরু করে মাটি থেকে সব খেয়ে নেয়৷ একেবারে আমাদের সমাজ, মানবজাতির মতো৷ আমরাও সব সাবাড় করে দিচ্ছি৷ মাটির নীচ থেকে  পেট্রোলিয়াম, গ্যাস, কয়লা তুলে নিচ্ছি৷ মানবজাতি হিসেবে আমাদের যা করতে পারা উচিত, শুঁয়োপোকা তা পারে৷ সেটির হঠাৎ ডানা গজায়, উড়তে উড়তে এক ফুল থেকে অন্য ফুলে পৌঁছে যায়৷ ঠিক সেভাবেই মানুষ হিসেবে আমাদের আচরণ বদলে কয়লা, গ্যাস ও তেল ত্যাগ করে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির পথে অগ্রসর হওয়া উচিত৷’’

বিশ্বভ্রমণের সময় লুই পামার ও তার টিম চার বছরের মধ্যে দুই লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম তে চান৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে নতুন প্রকল্পের খোঁজে ছয়টি মহাদেশে ৯০টি দেশের মধ্য দিয়ে তারা চলেছেন৷ তার মতে, ‘‘বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে একমাত্র সৌরশক্তিই চরম পরিণতি থেকে বাঁচাতে পারে৷ বাড়িঘর গরম রাখতে, গাড়ি চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে-এমনকি হাইড্রোজেন উৎপাদন ও বিমান ওড়াতেও এই শক্তি কাজে লাগানো যায়৷ মোটকথা সমস্যার তিন-চতুর্থাংশই সৌরশক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব৷’’

বিশ্ব ভ্রমণ শেষ করে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর সোলার বাটারফ্লাইয়ের প্যারিসে ফেরার কথা৷ প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর উপলক্ষে এই দিনটি বেছে নেওয়া হয়েছে৷

ইয়োসেফিনে গ্যুন্টার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান