1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে মলত্যাগ করায় শিশু হত্যা

২৭ সেপ্টেম্বর ২০১৯

ভারতের মধ্য প্রদেশে খোলা জায়গায় মলত্যাগ করায় ১০ বছর বয়সি এক ছেলে ও ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷

https://p.dw.com/p/3QKNr
ছবি: DW/Payel Samanta

বুধবারের এ ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে বলে জানা গেছে৷

পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থাগুলো জানায়, গত বুধবার এ দুই শিশু মধ্য প্রদেশের শিভপুর জেলায় তাদের দাদার বাড়িতে যাচ্ছিল৷ পথে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে দুর্বৃত্তরা এ অপরাধে তাদের পিটিয়ে আহত করে৷ মারাত্মক আহত শিশু দুটিকে স্থানীয় হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি৷

ভারতের সমাজে দলিত সম্প্রদায় নিম্ন বর্ণের একটি গোষ্ঠী বলে বিবেচিত৷ তাঁদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়ন করা হলেও এখনো তাঁরা নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের শিকার হয়৷ 

লাখ লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে৷ এ কারণে ভারতের মানুষ মারাত্বক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে৷ অবস্থার উন্নতির চেষ্টা করছে সরকার৷ ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের দাবি, গত কয়েক বছরে দেশটিতে সরকারি উদ্যোগে প্রায় এক কোটি টয়লেট স্থাপন করা হয়েছে৷ আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশটিকে উন্মুক্ত জায়গায় মলত্যাগ বিষয়ক অবস্থা থেকে মুক্ত বলে ঘোষণা করার কথা রয়েছে৷

আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)

গতবছরের নভেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য