1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাইউরোপ

পোষা কুকুর নিয়ে আকাশে ফরাসি প্যারাগ্লাইডার

১২ জানুয়ারি ২০২৩

অনেকেই প্রকৃতির কোলে মুক্ত জীবনের স্বপ্ন দেখেন৷ ফ্রান্সের এক ব্যক্তি নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যাযাবরের জীবনযাত্রা বেছে নিয়েছেন৷ পাহাড়ের উপর প্যারাগ্লাইডিং তাদের নেশা হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/4M4QX
Symbolbild | Deutschland | Sommer | Hitzewelle
ছবি: imago images/R. Traut

আদ্রিয়ঁ নিসোঁ শামস নামেই বেশি পরিচিত৷ উকা নামের পোষা কুকুরকে নিয়ে তিনি ফ্রান্সের দক্ষিণে আল্পস পর্বতের উপর গ্লাইডারে চেপে উড়ে যাচ্ছেন৷ আবহাওয়া ভালো থাকলে সপ্তাহে একবার দুজনেই আকাশ ছুঁয়ে আসে৷ শামস বলেন, ‘‘উড়াল খুব ভালো হয়েছে৷ বাতাসের মধ্যে সব কিছু শান্ত ছিল৷ উকা বেশ কৌতূহলী কুকুর, চারপাশে কী হচ্ছে সব সময়ে জানতে চায়৷ ঠিক আমারই মতো৷ আমরা মানুষের পাহাড়ে চড়া দেখি, কাছের সব দৃশ্য দেখি৷ আজও সে রকমই হয়েছে৷ একেবারে অসাধারণ!''

কুকুর ও তার মালিক একটি ভ্যানে থাকে৷ বাসযোগ্য করে তুলতে সেটির মধ্যে অনেক রদবদল করা হয়েছে৷ তবে তারা বেশিদিন কোনো একটি জায়গায় থাকে না৷ আকাশে ওড়ার আগে শামস ভালো করে আবহাওয়া খতিয়ে দেখেন৷

উকার বয়স এখন চার৷ এক বছর আগে শামস তাকে ঘরে এনেছিলেন৷ ডিজিটাল নোম্যাড হিসেবে শামস বলেন, ‘‘আমি জীবনের কঠিন এক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম৷ একেবারেই ভালো ছিলাম না৷ গভীর অবসাদের মাঝে এমন এক সঙ্গীর খোঁজ করছিলাম, যে আমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে৷ সকালে আমি কেমন বোধ করি, উকার তাতে কিছু যায় আসে না৷ প্রকৃতির ডাকে তাকে বের হতেই হয়, সে পাহাড়ে যেতে চায়৷ সেটা আমাকে সাহায্য করেছে এবং বেঁচে থাকার আনন্দ ফিরিয়ে এনেছে৷''

চার পায়ের সঙ্গীর জন্য শামস আকাশে ওড়ার বিশেষ এক সরঞ্জাম ডিজাইন করেছেন৷ ২৭ কিলো ওজনের প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি৷ উকার তাতে কোনো আপত্তি আছে বলে মনে হয় না৷

আবার বেরিয়ে পড়ার পালা৷ লা রোশ দেজার্নোর কাছে প্রায় ৩০০ মিটার উঁচ্চতায় গন্তব্যে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেক করতে হয়৷ সেই পথ অতিক্রম করতে সাধারণত ২০ মিনিট সময় লাগে৷

কুকুর নিয়ে আকাশে ওড়া

২০১০ সালে শামস নিজের জীবনে আমূল পরিবর্তন আনেন৷ রাতারাতি সব কিছু ছেড়ে দিয়ে তিনি প্রকৃতির মধ্যে বাঁধনহীন জীবন বেছে নেন৷ এমনকি কম্পিউটার গ্রাফিক্স নিয়ে পিএইচডিও মাঝপথে ছেড়ে দেন তিনি৷ গত এক বছর ধরে প্যারাগ্লাইডার নিয়ে ওড়া অভ্যাসে পরিণত হয়েছে৷ শামস মনে করেন, ‘‘উকার সঙ্গে ওড়া মোটেই তেমন বিপজ্জনক নয়৷ প্যারাগ্লাইডিং অনেকটা সাইকেল চড়ার মতো৷ ঢালু পথে সাইকেল চালানোও বিপজ্জনক হতে পারে৷''

শামস ও উকা প্রায় দেড় হাজার মিটার উচ্চতায় নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে৷ উড়াল শুরু করার আগে শামস সরঞ্জাম পরীক্ষা করে নিলেন৷ নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷ উপত্যকার উপর প্রায় দশ মিনিট ধরে ওড়ার সুযোগ রয়েছে৷ শামস ও উকা পরস্পরের সঙ্গে সফলভাবে প্রায় ৩০টি উড়ালে অংশ নিয়েছে৷ নিজের অনুভূতি ব্যাখ্যা করে শামস বলেন, ‘‘আমার খুব ভালো লাগছে৷ অনেকে শুধু ট্রেকিং পছন্দ করেন৷ আমরা প্রথমে হাঁটি, তারপর আকাশে উড়ি৷ আমাদের কাছে সেটা অন্য যে কোনো কার্যকলাপের মতো স্বাভাবিক৷ তাছাড়া হাঁটার চেয়ে নীচে উড়ে যাওয়া অনেক বেশি আরামদায়ক৷''

দুই স্বাধীনচেতা অ্যাডভেঞ্চারার পরস্পরকে খুঁজে পেয়েছে এবং আনন্দ দিচ্ছে৷ মাত্র এক বছরের মধ্যে কুকুর ও মালিকের মধ্যে এমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যে আলপ্সের উপর দিয়ে ওড়ার সময়েও সুন্দর বোঝাপড়া সৃষ্টি হচ্ছে৷

কাই হর্স্টমায়ার/এসবি