1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পাঁচ বছরে জেগে উঠবে নোত্র দাম গির্জা'

১৭ এপ্রিল ২০১৯

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ মাত্র ৫ বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত নোত্র দাম গির্জার পুনর্গঠনের অঙ্গীকার করেছেন৷ দেশ-বিদেশ থেকে আর্থিক ও অন্যান্য সাহায্যের প্রস্তাব অব্যাহত রয়েছে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে৷

https://p.dw.com/p/3GwCj
নোত্র দাম গির্জায় অগ্নিকাণ্ডের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ
ছবি: Getty Images/AFP/L. Marin

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত প্যারিসের নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য অর্থের অঙ্গীকার করছেন ফ্রান্সের কোটিপতি থেকে সাধারণ মানুষ৷ বিদেশ থেকেও নানা রকম সাহায্যের প্রতিশ্রুতি আসছে৷ এর মাঝে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মাত্র ৫ বছরের মধ্যে গির্জাটিকে ‘আরো সুন্দর করে' পুনরায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন৷ অর্থাৎ ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতার আগেই এই কাজ শেষ করতে চান তিনি৷ জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে ফ্রান্স কীভাবে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হয়ে উঠতে পারে৷ উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে ফ্রান্সে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলে আসছে, যা কখনো কখনো হিংসাত্মক রূপ নিচ্ছে৷

ফ্রান্সের বেশ কয়েকজন কোটিপতি ও কিছু শিল্প প্রতিষ্ঠান নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য ৭০ কোটি ইউরোর বেশি অর্থ অঙ্গীকার করেছে৷ এর মধ্যে কোটিপতি ব্যার্না আর্নো, তাঁর এলভিএমএইচ শিল্পগোষ্ঠী এবং প্রতিদ্বন্দ্বী কেরিং কোম্পানি প্রায় ২০ কোটি ইউরো দিতে চাইছে৷ জার্মানি, ইটালি ও রাশিয়ার মতো কিছু দেশ বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়েছে৷ অ্যাপল কোম্পানির প্রধান টিম কুক নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য অনির্দিষ্ট অঙ্কের অঙ্গীকার করেছেন৷

সোমবারের অগ্নিকাণ্ডে গির্জার মূল কাঠামো ও বাইরের অংশ প্রায় অক্ষত থাকলেও সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বেশ কিছু ঐতিহাসিক সামগ্রী ও তৈলচিত্র নষ্ট হয়ে গেছে৷ গির্জার প্রধান অরগ্যানেরও বেশ ক্ষতি হয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত দমকলকর্মীরা ঘটনাস্থলে থেকে অবশিষ্ট ঐতিহাসিক সামগ্রী ও শিল্পকর্ম সরানোর কাজ করবেন৷ আপাতত সেই সব সম্পদ শহরের টাউন হলে মজুত রাখা হচ্ছে৷

সারা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করে দমকলকর্মীরা গির্জাটিকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ফ্রান্সের আক্সা বিমা কোম্পানির কাছে গির্জার কিছু সম্পদের বিমা করানো হয়েছিল বলে জানা গেছে৷

গোটা ঘটনার তদন্তও পুরোদমে শুরু হয়ে গেছে৷ তদন্তকারীরা প্রত্যক্ষদর্শী ও গির্জার সংস্কারের সঙ্গে যুক্ত ৫টি নির্মাণ কোম্পানির কর্মীদের জেরা করছেন৷ মোট ৫০ জন তদন্তকারী জটিল ও দীর্ঘ এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন৷ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোটা দেশের সব ক্যাথিড্রালে একসঙ্গে ঘণ্টা বাজিয়ে এই বিপর্যয়ের ৪৮ ঘণ্টাপূর্তি স্মরণ করা হবে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)