1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

পশ্চিমা দেশগুলি যুদ্ধক্ষেত্রে আমাদের হারাক: পুটিন

৮ জুলাই ২০২২

পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন। বললেন, পারলে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাক তারা।

https://p.dw.com/p/4Dpql
পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ জানালেন পুটিন।
পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ জানালেন পুটিন। ছবি: Alexei Nikolsky/AP Photo/picture alliance

পুটিন টেলিভিশন ভাষণে বলেছেন, ''পশ্চিমা দেশগুলি রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাদের স্বাগত জানাচ্ছি। তারা সেই চেষ্টা করতেই পারে।''

পুটিন বলেছেন, ''আজ আমরা শুনতে পাচ্ছি, ওরা নাকি আমাদের যুদ্ধক্ষেত্রে হারাবে। আপনারা কী বলেন? ওরা চেষ্টা করে দেখুক।''

পুটিনের অভিযোগ, ''পশ্চিমা দেশগুলি একটা নতুন বিশ্ব-ব্যবস্থা চালু করতে চাইছে। ওরা ব্যর্থ হতে বাধ্য।'' তার দাবি, ''ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে বিশেষ অপারেশন চালাচ্ছে, তাতে আবার মাল্টি-পোলার বিশ্ব তৈরি হবে।''

ইউক্রেন নিয়ে

পুটিন বলেছেন, ''সকলের জানা উচিত, আমরা ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করেনি। তাই এখন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসে সমঝোতায় আসুক কিয়েভ ও পশ্চিমা দেশগুলি। না হলে, যত দিন যাবে, ততই শান্তি আলোচনা কঠিন হয়ে পড়বে।''

পুটিন বলেছেন, ''আমরা শান্তি আলোচনার বিষয়টি খারিজ করছি না। কিন্তু যারা আলোচনা চাইছে না, তাদের জানা উচিত, যত সময় যাবে, ততই এই আলোচনা করা কঠিন হবে। আমরা তো ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করিনি।''

পুটিন বলেছেন, ''পশ্চিমা দেশগুলি বলছে, যতদিন  ইউক্রেনের একজন মানুষ জীবীত থাকবে, ততদিন তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাবে। এটা ইউক্রেনের মানুষের কাছে খুবই বেদনাদায়ক পরিস্থিতি। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।''

দনেৎস্কে মৃত আট

দনেৎস্কে রাশিয়ার আক্রমণের ফলে আটজন মারা গেছেন বলে ইউক্রেন জানিয়েছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, চারটি শহরে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ক্রামাতরস্ক-এ রাশিয়ার হামলায় একজন মারা গেছেন। শহরের মেয়রও জানিয়েছেন, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়েছে। তবে তিনি বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব দেননি।

স্নেক আইল্যান্ডে ইউক্রেনের পতাকা

গত ৩০ জুন রাশিয়ার সেনা স্নেক আইল্যান্ড ছেড়ে চলে যায়। তারপর সেখানে আবার ইউক্রেনের পতাকা উড়ছে বলে দাবি করেছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ ইয়েরমাক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান স্নেক আইল্যান্ডে আটকা পড়েছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)