1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পররাষ্ট্র মন্ত্রী ভেস্টারভেলের প্রথম ইসরায়েল সফর

২৩ নভেম্বর ২০০৯

জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে ইসরায়েল সফরে রওয়ানা হবার আগে ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলী বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/KdoQ
পররাষ্ট্র মন্ত্রী ভেস্টারভেলেছবি: AP/dpa/DW

পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তাঁর এই প্রথম ইসরায়েল সফরে তিনি সোমবারই পৌঁছে গেছেন তেল আভিভ৷ সেখান থেকে সোজা চলে যান তিনি ইয়াদ ভাশেম হলোকস্ট স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ করতে৷

বার্লিনে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ভেস্টারভেলে প্যালেস্টাইন অঞ্চলে ইসরায়েলী বসতি নির্মাণ বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘‘এ শুধু জার্মান সরকারের অবস্থানই নয়, গোটা বিশ্ব সমাজেরই অবস্থান৷''

বার্লিনে সরকারের মুখপাত্র উলরিশ ভিলহেল্মও পূর্ব জেরুসালেমে নতুন ইসরায়েলী বাড়িঘর তৈরির পরিকল্পনাকে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্প নার পথে বড় রকমের এক বাধা বলে উল্লেখ করেন৷ মুখপাত্র বলেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, ফিলিস্তিনিদের নিয়ে দ্বিরাষ্ট্রিক এক সমাধান অর্জনের যে চেষ্টা চলেছে, ইসরায়েলের এই উদ্যোগ তার পরিপন্থী৷ ভিলহেল্ম বলেন, বসতি নির্মাণ বন্ধ করা সংশ্লিষ্ট রোডম্যাপেরই অংশ, যে রোডম্যাপে সায় দিয়েছে ইসরায়েলও৷

পররাষ্ট্র মন্ত্রী ভেস্টারভেলে জোর দিয়ে বলেন, জার্মান সরকার এখনও মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রিক সমাধানের পক্ষে৷ জার্মান উদারপন্থী দল এফডিপি-র প্রধান বলেন,‘‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবার সচল করে তোলার সব রকমের উদ্যোগের প্রতিই আমাদের সমর্থন আছে৷'' মূল কথা হল - ইসরায়েল যাতে শান্তিতে বাস করতে পারে৷ এবং ফিলিস্তিনিরাও যেন টিকে থাকতে সক্ষম এমন একটি রাষ্ট্রে বাস করতে সক্ষম হয়৷

ভেস্টারভেলে তাঁর ইসরায়েল সফরের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে জার্মানির ‘বিশেষ বন্ধুত্বের সম্পর্কের' কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, জার্মান হিসেবে ইসরায়েলের মুখোমুখি আমাদের বিশেষ এক দায়িত্ব রয়েছে৷ তাঁর এই সফরের আলোচ্যসূচিতে থাকছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং ইরানের সঙ্গে চলতি পরমাণু বিরোধ৷ ভেস্টারভেলে বলেন, ইরানের দিক থেকে কোন পারমাণবিক হুমকি আন্তর্জাতিক সমাজের কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না৷

মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ভেস্টারভেলে জেরুসালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্র মন্ত্রী আভিগডর লিবারমান-এর সঙ্গে বৈঠক করবেন৷ রামাল্লায় প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদের সঙ্গেও সাক্ষাৎ করবেন৷

নয়া জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে ইসরায়েল সফর করছেন বেশ দূরূহ এক সময়ে৷ গত সপ্তাহে ইসরায়েল পূর্ব জেরুসালেমে নতুন বসতি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করলে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর সমালোচনা হয়৷ ইসরায়েল ৯০০ নতুন আবাসিক ইউনিট তৈরির কথা বলেছিল৷

ভেস্টারভেলে তাঁর সফরে আগামী সপ্তাহে বার্লিনে অনুষ্ঠেয় ইসরায়েল ও জার্মানির মন্ত্রী পরিষদের দ্বিতীয় যৌথ বৈঠকের প্রস্তুতি নেবেন তাঁর আলোচনাসহযোগীদের সঙ্গে৷ এরকম প্রথম বৈঠক বসেছিল জেরুসালেমে ২০০৮-এর মার্চ মাসে৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: আব্দুস সাত্তার