পদত্যাগের সিদ্ধান্ত নিলেন পোপ
১১ ফেব্রুয়ারি ২০১৩পোপের এই বিস্ময়কর সিদ্ধান্তে হতবিহ্বল অনেকে৷ সোমবার ভ্যাটিকানে কার্ডিনালদের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান পোপ ষোড়শ বেনেডিক্ট৷ বয়সের ভারে শারীরিক অক্ষমতাকে এজন্য দায়ী করেন তিনি৷ বেনেডিক্ট জানিয়েছেন, তাঁর পদত্যাগ প্রয়োজন কেননা তিনি তাঁর দায়িত্ব আর পালন করতে পারছেন না৷
বয়সের কারণ উল্লেখ করে পোপ বলেন, ‘‘এই কারণে এবং এই কর্মকাণ্ডের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন হয়েই আমি স্বাধীনভাবে ‘মিনিস্ট্রি অফ বিশপ অফ রোম' ত্যাগের ঘোষণা করছি, সেন্ট পিটারের উত্তরসূরি হিসেবে৷'' এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি পোপের এই বক্তব্য প্রকাশ করেছে৷ ল্যাটিন ভাষায় এই বক্তব্য প্রদান করেন পোপ৷
এদিকে, ভ্যাটিকান মুখপাত্র ফেডরিকো লম্বার্ডি জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন প্রধান যাজক৷ তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটায় মন্ত্রণালয় ত্যাগের ঘোষণা দিয়েছেন পোপ৷'
ধারণা করা হচ্ছে, আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ‘কলেজ অফ কার্ডিনাল' পোপের উত্তরসূরি নির্ধারণ করবেন৷
এখানে বলা প্রয়োজন, ২০০৫ সালের ১৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন পোপ বেনেডিক্ট৷ সেই সময় থেকে জার্মানিতে জন্ম নেওয়া এই পোপ বিভিন্ন ইস্যুতে তাঁর বিতর্কিত অবস্থানের কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন৷ মেয়েরা যাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারবে কিনা এবং মানবিক যৌনতা বিষয় বিতর্কে জড়িয়ে সমালোচনার শিকার হন পোপ৷
এদিকে, পোপের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, ‘‘ক্যাথলিক চার্চের জন্য জীবনভর কাজ করা এই পবিত্র পিতার প্রতি জার্মান সরকারের সর্বোচ্চ সম্মান রয়েছে৷''
নিয়মিত সরকারি সংবাদ সম্মেলনে চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন সাইব্যার্ট বলেন, ‘‘একজন খ্রীষ্টান এবং ক্যাথলিক হিসেবে, এই বিষয়ে আবেগ এবং হতাশার অনুভূতি নিয়ে প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক৷''
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আধ্যাত্মিক নেতা হিসেবে পোপকে কোটি কোটি মানুষ স্মরণ করবে৷ আমি তাঁকে আমার পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি৷ ভ্যাটিকানের সঙ্গে ব্রিটেনের সম্পর্ককে আরো নিবিড় করতে বিরামহীনভাবে কাজ করেছেন তিনি৷ এক বিবৃতিতে এসব কথা বলেন ক্যামেরন৷
এআই / এসবি (এএফপি, ডিপিএ)