1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগ করছেন নিকো রসব্যার্গ

২ ডিসেম্বর ২০১৬

এতদিন ফেটেলদের কাঁধে গরম নিঃশ্বাস ফেলছিলেন ফর্মুলা ওয়ানের কিংবদন্তি নিকো রসব্যার্গ৷ তাই দ্বিতীয়-তৃতীয় স্থান পেলেও প্রথম স্থানে তাঁকে দেখা যায়নি৷ কিন্তু অবশেষে সেই স্বপ্নও পূরণ হলো৷ তারপরই অবসরের ঘোষণাও দিলেন তিনি৷

https://p.dw.com/p/2TeIW
নিকো রসব্যার্গ
ছবি: picture-alliance/dpa/V. Xhemaj

নিকো রসব্যার্গের কেরিয়ারে এটাই প্রথম ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়৷ অথচ এ জয়ের পরপরই এফ ওয়ানের গতিময় জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি৷ শুক্রবার নিজের ফেসবুক পাতায় জানিয়েই দিলেন, না, আর গাড়ির আসরে নয়, এবার জীবনের আসরেই খেলবেন তিনি৷

জেতার পরেই বিদায়ের সিদ্ধান্ত

‘‘এতদিন প্রথম হতে পারিনি৷ তাই আগেই ভেবে রেখেছিলাম, রবিবার জিততে পারলে সেটাই হবে আমার শেষ রেস'',  সোমবার, অর্থাৎ পদক জেতার একদিন পরেই এ কথা বলেন নিকো৷ আরো বললেন, ‘‘গত ২৫ বছরে আমি অগুনতি মানুষ, ভক্তদের কাছ থেকে যে সমর্থন, যে ভালোবাসা পেয়েছি – সেটার পর্যার্দা আমি রাখতে পারলাম তো?''

অবসর নেওয়ার পর নিকো রসব্যার্গ সময় কাটাতে চান পরিবার, স্ত্রী-সন্তানের সঙ্গে৷ সেই ছোটবেলায় বাবার হাতে হাতেখড়ি – তারপর থেকে রেসিংয়ের ট্র্যাকই ছিল তাঁর জীবন৷ কিন্তু আর নয়৷ এবার পরিবারই হবে নিকোর মূল আকর্ষণ৷

মনে পড়ে নিশ্চয়ই, মিশায়েল শুমাখারের বিদায়ে জার্মান ফর্মুলা-ওয়ানঅনুসারীরা কেমন মুষড়ে পড়েছিলেন? তখন কিন্তু রেডবুল দলের চালক সেবাস্টিয়ান ফেটেল, মার্সিডিজ ড্রাইভার লুইস হ্যামিল্টন আর নিকো রসব্যার্গ সেই শুন্যস্থান অনেকটাই পূরণ করেন৷ এফ ওয়ান ভক্তদের সামনে নিয়ে আসেন একের পর এক আনন্দ-বার্তা৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য