1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে’

২৭ জানুয়ারি ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে বিএনপির এজেন্ট, জনগণ সম্পূর্ণ অসহায় ছিল৷ 

https://p.dw.com/p/3oTB9
ছবি: bdnews24.com

তিনি বলেন, ‘‘আজকের নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে বলে মনে করি৷ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছিলাম৷ তাকে ব্যবস্থা নিতেও বলেছি৷’’

বর্তমান সরকার নির্বাচনকে ‘ভোট ডাকাতির কালচারে’ পরিণত করেছে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, ‘‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে ভোট ডাকাতির ইতিহাস আবারও উন্মোচিত করেছে আওয়ামী লীগ৷’’

এই সময় তার পাশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী৷ তিনি বলেন, চট্টগ্রামে ভোট হয়নি, তাই প্রত্যাখ্যানের কিছু নেই৷

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বিএনপি অন্য নির্বাচনের মতো প্রত্যাখ্যান করবে কি না- এক সাংবাদিক এমন প্রশ্ন করলে তাকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘‘তোমার মুখে ফুল চন্দন পড়ুক৷’’ 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘যেটা নির্বাচনই হয় নাই, সেটা প্রত্যাখানের কী আছে৷ চট্টগ্রামে কোনো নির্বাচন হয়নি, তা প্রতিষ্ঠিত হয়েছে৷’’

আমীর খসরু বলেন, ‘‘আমাদের নির্বাচন আওয়ামী লীগের সাথে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের সাথে৷’’

এদিকে, নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে বিএনপি ‘পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে হামলা করছে’ বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ

বুধবার দুপুরে নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়৷

রেজাউলের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল অভিযোগ করেন, ভোটের মাঠে ‘বিএনপির হামলায়’ তাদের তিনজন কর্মী আহত হয়েছেন৷

নির্বাচন কমিশনের বক্তব্য
কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর কয়েকটি কেন্দ্র ছাড়া সবখানে ‘ভালো নির্বাচন’ হয়েছে বলে দাবি করেছেন৷ 

তৃতীয় বিশ্বের অনেকে দেশেই নির্বাচনে ‘সহিংসতার কিছু ঘটনা ঘটে’ মন্তব্য করে তিনি বলেন, ‘‘সে হিসাবে আমি বলব, বরং কমই হয়েছে৷ মাত্র দু-তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে৷’’

তিনি বলেন, ‘‘দুটো কেন্দ্রে শুধু কিছু উচ্ছৃঙ্খল লোক, যারা ইভিএমে ভোট হোক তা চায় না, তারা আক্রমণ চালিয়েছিল এবং ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোট স্থগিত করা হয়৷ বাকিগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে৷’’

নিহত ১, আহত ২১

বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া লালখান বাজার ওয়ার্ডে সংঘর্ষে ২১ জন আহত হন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷

নিহত মো. আলাউদ্দিন আলমকে (২৮) নিজের সমর্থক বলে দাবি করেছেন ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান৷

ঐ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হলেন মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন আলাউদ্দিন৷ ওই সময় এক নারীসহ ছয়জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন৷

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘গুলিবিদ্ধ অবস্থায় আলমকে (আলাউদ্দিন আলম) সকাল সাড়ে নয়টার পর আনা হয়৷ ১০টার দিকে তিনি মারা যান৷’’

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউসেপ স্কুল কেন্দ্রের সামনে একজন মারা গেছেন৷'' তবে কারা গুলি করেছে, আলাউদ্দিন কিভাবে গুলিবিদ্ধ হলেন, তা জানাতে পারেননি তিনি৷

আলাউদ্দিনকে নিজের সমর্থক দাবি করে বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান বলেন, ‘‘আলাউদ্দিন আমার কর্মী৷ আওয়ামী লীগ প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে গতকাল (মঙ্গলবার) থেকে এলাকায় অবস্থান নিয়েছে৷ কেন্দ্রের বাইরে গুলি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে৷

এ বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি৷

লালখান বাজারে তিন পক্ষের মধ্যে সংঘর্ষ

লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে ২১ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম শাহ আলম অভিযোগ করেছেন, ওই ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো ‘দখল' করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন৷ আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসনাত বেলালের দাবি, বিএনপি প্রার্থীর নেতৃত্বে তার অনুসারীদের ওপর হামলা হয়েছে৷

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি দিদারুল আলম মাসুম দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘বের করে দেওয়া' হয়েছে; এমনকি এজেন্টদের ‘মারধর' এবং ভোটারদের কেন্দ্রে যেতে ‘না দেওয়ার' অভিযোগও তিনি পেয়েছেন৷

সংসদ উত্তপ্ত

সংসদে একটি খসড়া আইন পাসের সময় বিএনপি সাংসদ হারুনুর রশীদ চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ‘‘সংবিধানে বলা আছে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন৷ কিন্তু আজ কী হচ্ছে? নির্বাচনের নামে তামাশা হচ্ছে৷ প্রহসন হচ্ছে৷ এর প্রয়োজন নেই তো৷ ভোটের প্রয়োজন নেই, আইন করে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী যাকে খুশি মনোনয়ন দেবেন৷ তিনি নির্বাচিত হবেন৷ সকালে দেখলাম, চট্টগ্রামের সিটি কর্পোরেশনে কী হচ্ছে৷''

এরপর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘‘আমরা এখানে যারা আছি, গতকালকে জন্ম নিইনি৷ উনারা নির্বাচনের কথা বলছেন৷ আমরা জিয়াউর রহমানের সময় ‘হ্যাঁ-না' ভোট দেখেছি৷ ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি৷ ব্যালটবাক্স পাওয়া যেতো না৷ ভোট যে দেবে, ব্যালট বাক্স নেই৷

‘‘যাদের এই চরিত্র, তাদের কাছ থেকে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয় সেটা শেখার প্রয়োজন নেই৷ জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি৷''

এরপর বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, ‘‘ভোট দেয় প্রশাসন৷ আর দেখে জনগণ৷ ভোটটা সুষ্ঠু করে করলেই তো হয়৷ কারো থেকে ভোট শিখতে হবে না৷ ভোট কীভাবে দিতে হয় সেটা সবাই জানে৷ ভোটটা দিতে দিলেই হয়৷''

মেয়র  কাউন্সিলর নির্বাচন

নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র, ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হবে৷ ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন৷

জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)