‘নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে’
২৭ জানুয়ারি ২০২১তিনি বলেন, ‘‘আজকের নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে বলে মনে করি৷ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছিলাম৷ তাকে ব্যবস্থা নিতেও বলেছি৷’’
বর্তমান সরকার নির্বাচনকে ‘ভোট ডাকাতির কালচারে’ পরিণত করেছে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, ‘‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে ভোট ডাকাতির ইতিহাস আবারও উন্মোচিত করেছে আওয়ামী লীগ৷’’
এই সময় তার পাশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী৷ তিনি বলেন, চট্টগ্রামে ভোট হয়নি, তাই প্রত্যাখ্যানের কিছু নেই৷
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বিএনপি অন্য নির্বাচনের মতো প্রত্যাখ্যান করবে কি না- এক সাংবাদিক এমন প্রশ্ন করলে তাকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘‘তোমার মুখে ফুল চন্দন পড়ুক৷’’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘যেটা নির্বাচনই হয় নাই, সেটা প্রত্যাখানের কী আছে৷ চট্টগ্রামে কোনো নির্বাচন হয়নি, তা প্রতিষ্ঠিত হয়েছে৷’’
আমীর খসরু বলেন, ‘‘আমাদের নির্বাচন আওয়ামী লীগের সাথে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের সাথে৷’’
এদিকে, নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে বিএনপি ‘পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে হামলা করছে’ বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ৷
বুধবার দুপুরে নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়৷
রেজাউলের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল অভিযোগ করেন, ভোটের মাঠে ‘বিএনপির হামলায়’ তাদের তিনজন কর্মী আহত হয়েছেন৷
নির্বাচন কমিশনের বক্তব্য
কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর কয়েকটি কেন্দ্র ছাড়া সবখানে ‘ভালো নির্বাচন’ হয়েছে বলে দাবি করেছেন৷
তৃতীয় বিশ্বের অনেকে দেশেই নির্বাচনে ‘সহিংসতার কিছু ঘটনা ঘটে’ মন্তব্য করে তিনি বলেন, ‘‘সে হিসাবে আমি বলব, বরং কমই হয়েছে৷ মাত্র দু-তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে৷’’
তিনি বলেন, ‘‘দুটো কেন্দ্রে শুধু কিছু উচ্ছৃঙ্খল লোক, যারা ইভিএমে ভোট হোক তা চায় না, তারা আক্রমণ চালিয়েছিল এবং ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোট স্থগিত করা হয়৷ বাকিগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে৷’’
নিহত ১, আহত ২১
বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া লালখান বাজার ওয়ার্ডে সংঘর্ষে ২১ জন আহত হন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷
নিহত মো. আলাউদ্দিন আলমকে (২৮) নিজের সমর্থক বলে দাবি করেছেন ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান৷
ঐ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হলেন মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী৷
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন আলাউদ্দিন৷ ওই সময় এক নারীসহ ছয়জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘গুলিবিদ্ধ অবস্থায় আলমকে (আলাউদ্দিন আলম) সকাল সাড়ে নয়টার পর আনা হয়৷ ১০টার দিকে তিনি মারা যান৷’’
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউসেপ স্কুল কেন্দ্রের সামনে একজন মারা গেছেন৷'' তবে কারা গুলি করেছে, আলাউদ্দিন কিভাবে গুলিবিদ্ধ হলেন, তা জানাতে পারেননি তিনি৷
আলাউদ্দিনকে নিজের সমর্থক দাবি করে বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান বলেন, ‘‘আলাউদ্দিন আমার কর্মী৷ আওয়ামী লীগ প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে গতকাল (মঙ্গলবার) থেকে এলাকায় অবস্থান নিয়েছে৷ কেন্দ্রের বাইরে গুলি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে৷
এ বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি৷
লালখান বাজারে তিন পক্ষের মধ্যে সংঘর্ষ
লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে ২১ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী৷
বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম শাহ আলম অভিযোগ করেছেন, ওই ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো ‘দখল' করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন৷ আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসনাত বেলালের দাবি, বিএনপি প্রার্থীর নেতৃত্বে তার অনুসারীদের ওপর হামলা হয়েছে৷
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি দিদারুল আলম মাসুম দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷
বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘বের করে দেওয়া' হয়েছে; এমনকি এজেন্টদের ‘মারধর' এবং ভোটারদের কেন্দ্রে যেতে ‘না দেওয়ার' অভিযোগও তিনি পেয়েছেন৷
সংসদ উত্তপ্ত
সংসদে একটি খসড়া আইন পাসের সময় বিএনপি সাংসদ হারুনুর রশীদ চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ‘‘সংবিধানে বলা আছে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন৷ কিন্তু আজ কী হচ্ছে? নির্বাচনের নামে তামাশা হচ্ছে৷ প্রহসন হচ্ছে৷ এর প্রয়োজন নেই তো৷ ভোটের প্রয়োজন নেই, আইন করে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী যাকে খুশি মনোনয়ন দেবেন৷ তিনি নির্বাচিত হবেন৷ সকালে দেখলাম, চট্টগ্রামের সিটি কর্পোরেশনে কী হচ্ছে৷''
এরপর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘‘আমরা এখানে যারা আছি, গতকালকে জন্ম নিইনি৷ উনারা নির্বাচনের কথা বলছেন৷ আমরা জিয়াউর রহমানের সময় ‘হ্যাঁ-না' ভোট দেখেছি৷ ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি৷ ব্যালটবাক্স পাওয়া যেতো না৷ ভোট যে দেবে, ব্যালট বাক্স নেই৷
‘‘যাদের এই চরিত্র, তাদের কাছ থেকে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয় সেটা শেখার প্রয়োজন নেই৷ জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি৷''
এরপর বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, ‘‘ভোট দেয় প্রশাসন৷ আর দেখে জনগণ৷ ভোটটা সুষ্ঠু করে করলেই তো হয়৷ কারো থেকে ভোট শিখতে হবে না৷ ভোট কীভাবে দিতে হয় সেটা সবাই জানে৷ ভোটটা দিতে দিলেই হয়৷''
মেয়র ও কাউন্সিলর নির্বাচন
নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র, ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হবে৷ ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন৷
জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)