1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবার মত কোন আলামত দেখছি না: হুদা

সাগর সরওয়ার২৩ ডিসেম্বর ২০০৮

প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনে নিরপেক্ষতা বিষয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই৷ এই নির্বাচনে ইঞ্জিনায়ারিং হবারও কোন কারণ নেই৷

https://p.dw.com/p/GMCf
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে নিরপেক্ষতা বিষয়ক এক প্রশ্নের জবাবে জানান, আমার তো মনে হয় না যে এই প্রশ্ন তোলার কোন কারণ আছে৷ কারণ, সরকারে যারা আছেন, এরা সম্পূর্ণ নিরপেক্ষ এরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই, এরা পেশাজীবি৷ সাধারণ সময়ে যেটা হয়, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে রাজনৈতিক দলগুলো একটা প্রভাব বিস্তারের চেষ্টা করে, এবার সেটা হওয়ার কোন কারণ নেই৷ দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনেও আমরা যারা আছি, তত্ত্বাবধায়ক সরকার সব কিছু খোঁজ খবর করেই এদেরকে নিয়োগ করেছেন৷ এদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের কোন ব্যাক গ্রাউন্ড নেই৷ আর আমাদেরও কোন এজেন্ডা নেই৷ প্রশাসনকে আমরা যত দূর সম্ভব নিরপেক্ষ রাখার চেষ্টা করেছি৷ তাদেরকে বলেছি, আপনারা কারও দ্বারা প্রভাবিত হবেন না৷ যেখানেই আমাদের এ বিষয়ে সন্দেহের কিছু সষ্টি হয়েছে, সেখানেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি৷ ফলে আমাদের নিরপেক্ষতা বিষয়ে প্রশ্ন উঠানোর কোন অবকাশ নেই৷

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মনে হয় রাজনৈতিক বক্তব্য৷ অনেক সময় আগে থেকেই তারা মাঠ প্রস্তুত করে রাখেন, যেন নির্বাচনের ফল অনুকূলে না গেলে তারা কি করবেন সে বিষয়ে৷ তিনি একজন রাজনৈতিক নেত্রীর এই অভিযোগের বিষয়ে বলেন, আর কেউ তো বলছেন না, তাঁরা কেন এই কথা বলছেন ? নির্বাচনের পর্যবেক্ষক, বুদ্ধিজীবী, মিডিয়া ... কেউ তো এ কথা বলছেন না! আমরা তো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবার মত কোন আলামত দেখছি না ৷ এক তরফা দুই একজন অভিযোগ করবেন, সেটা কি গ্রহণযোগ্য হবে?

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের শতকরা ৯৭ ভাগ কাজ সম্পন্ন৷ ২৬ তারিখের মধ্যে সকল স্থানে ব্যালট পেপার পৌঁছে যাবে৷

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করুন৷ কারও প্ররোচনা... প্রলোভনে কিংবা টাকা পয়সার বিনিময়ে নিজেদের বুদ্ধি বিবেককে বিক্রি করে দেবে না৷

বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন আসন্ন৷ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য মোতাবেক নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন৷ পুরুষ ভোটার ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন৷ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৫ হাজার ২১৬ এবং ভোট কক্ষের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১০৭ টি৷

জানা গেছে, আগামী ২৭শে ডিসেম্বর শনিবার মধ্যরাত থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা নিষিদ্ধ হচ্ছে৷ এ নিষেধাজ্ঞা নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৪৮ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে৷ নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে এবারই নির্বাচনী আইনে ভোটগ্রহণ পরবর্তী ৪৮ঘন্টা সময়ে সকল ধরনের জনসভা, মিছিল নিষিদ্ধ করা হয়েছে৷