1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলো আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ ডিসেম্বর ২০০৮

১৯৭৩ সালের পর এই প্রথম জাতীয় নির্বাচনে কোন দল এককভাবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেল৷ এ ক্ষেত্রে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে আওয়ামী লীগ৷ আর এবারই অতীতের যে কোন সময়ের চেয়ে কম আসন পেয়েছে বিএনপি৷

https://p.dw.com/p/GPQy
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

নবম জাতীয় সংসদ নির্বাচনের ২ শ' ৯৯টি আসনের বেসরকারী ফলাফলে মহাজোট ২ শ' ৬২, চারদলীয় জোট ৩২, এলডিপি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪টি আসনে বিজীয় হয়েছেন৷

দলগত বিশ্লেষনে সর্বোচ্চ ২৩০টি আসন পেয়েছে আওয়ামী লীগ৷ ২৯টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি৷ আর ২৭টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মহাজোটের জাতীয় পার্টি৷ চারদলীয় জোটের শরীক জামায়াত পেয়েছে মাত্র দু'টি আসন৷

Bangladesch Wahlen 2008
আশাতীতভাবে জনগণের সমর্থন পেয়েছে মহাজোটছবি: Mustafiz Mamun

বিভাগ অনুযায়ি ফলাফলের হিসেবে দেখা যায়, বরিশালে মহাজোট ১৮ এবং চারদলীয় জোট ৩টি আসন পেয়েছে৷ চট্টগ্রামে মহাজোট ৩৬, চারদলীয় জোট ১৯, এলডিপি ১ এবং স্বতন্ত্র একটি আসন পেয়েছে৷ সিলেটে ১৯টি আসনের সবকটিই পেয়েছে মহাজোট৷ ঢাকা বিভাগে ৯৩টি মহাজোট এবং স্বতন্ত্র পেয়েছে একটি আসন৷ এ বিভাগে চারদলীয় জোট কোন আসন পায়নি৷ খুলনা বিভাগে মহাজোট ৩৩, চারদলীয় জোট ২ এবং স্বতন্ত্র একটি আসন পেয়েছে৷ রাজশাহীতে মহাজোট ৬৩, চারদলীয় জোট ৮ এবং স্বতন্ত্র একটি আসন পেয়েছে৷ নির্বাচনে এবার মহাজোট চারদলীয় জোটের সব দূর্গ তছনছ করে দিয়েছে৷ এমনকি বগুড়া থেকেও ২টি আসন ছিনিয়ে নিয়েছে মহাজোট৷

এবার নির্বাচনে চারদলীয় জোটের প্রায় সব হেভিওয়েট প্রার্থী ধরাশায়ী হয়েছেন৷ তাদের মধ্যে রয়েছে খোন্দকার দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সাইফুর রহমান, সাদেক হোসেন খোকা, ড. খোন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, মেজর (অব.) হাফিজউদ্দিন, এহসানুল হক মিলন, জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা আবদুস সোবহান প্রমুখ৷

নির্বাচনে মহাজোট নেত্রী শেখ হাসিনা ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া প্রত্যেকেই ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তারা সব আসনেই জয়ী হয়েছেন৷ ১৯৭৩ সালের পর এই প্রথম জাতীয় নির্বাচনে কোন দল এককভাবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেল৷